Kolkata Metro: ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রত্যেকটি স্টেশনে আয়না বসাচ্ছে রেল! কেন এমনটা জানেন

দিন যত এগোচ্ছে ততই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ঢেলে সাজানো হচ্ছে মেট্রোকে। বাদ যাচ্ছে না মেট্রো রেল সম্প্রসারণের কাজও। প্রতিদিন বহু যাত্রীর পা পড়ে মেট্রো স্টেশন চত্বরে তাই যাত্রী নিরাপত্তাকে নিশ্চিত করতে মেট্রোর তরফে আবারও এক বিশেষ উদ্যোগ সামনে এসেছে। এই উদ্যোগটি নতুন নয়। বিগত পাঁচ বছর আগেই চালু হয়েছিল মেট্রো চালকের কেবিনের সামনে বিশেষ ধরনের ‘উত্তল’ নামক আয়না বসানোর প্রক্রিয়া। যাতে তারা মেট্রো থামার পরে যাত্রীরা সঠিকভাবে নামা-ওঠা সম্পূর্ণ করতে পারলো কি না, তা দেখতে পারেন।

পার্কস্ট্রিট স্টেশন এই প্রক্রিয়ার দিক থেকে তালিকার সবচেয়ে ওপরে কারণ সবার প্রথম সেখানেই বসেছিল আয়না। তারপর তালিকায় অন্তর্ভুক্ত বেশ কিছু অন্যান্য স্টেশনের নাম। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোকে আরও সাজিয়ে তুলতে আয়না বসবে সবকটি স্টেশনে। বলা বাহুল্য, এসপ্ল‌্যানেড-শিয়ালদহ মেট্রো জুড়ে গেলে যাত্রী সংখ্যা মাত্রা ছাড়াবে। ব্যস্ততম স্টেশন হাওড়া এবং শিয়ালদহ প্রচুর সংখ্যক যাত্রীর আনাগোনা লেগেই থাকবে। তখন শিকেয় উঠবে যাত্রী নিরাপত্তা। তাই যাত্রীদের বাড়তি নিরাপত্তা জোগাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রত্যেকে স্টেশনের দুই প্ল‌্যাটফর্মেই এই আয়না বসানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই কাজের জন‌্য দরপত্র আহ্বানও করা হয়েছে।

আরও পড়ুন: Waqf: এত বিতর্ক কেন ওয়াকফ বিল নিয়ে? প্রস্তাবিত সংশোধনী বিলে কী রয়েছে? জেনে নিন সবটা

জানেন কত টাকা ব্যয়ে এই আয়নাগুলি বসছে?
সূত্রের খবর অনুযায়ী এক মোটা অংকের টাকা খরচ হচ্ছে এই আয়না বসাতে। যেই খরচের পরিমাণ প্রায় ১৭ লক্ষের বেশি বলে জানা গিয়েছে। গোটা মেট্রোকেই নজরে রাখা যাবে প্ল্যাটফর্ম ঘেঁষে স্ট্যান্ডে বসানো এই আয়নার সাহায্যে। এতদিন গার্ডেন নির্দেশের উপরেই ভরসা করে যাত্রীদের নামা-ওঠা শেষ হল কি না তা জেনে নিতো চালক। তবে এখন তা সহজেই চালক নিজে আয়নায় দেখে নিতে পারবেন। ভিড়ের চাপে মেট্রোর দরজায় কিছু আটকে থাকলে সেটাও দেখে কার্যকরী ব্যবস্থা নিতে পারবেন তিনি।

মেট্রো রেল কর্তাদের তরফে জানা গিয়েছে, সময় যত এগোবে ততই অন্য সব মেট্রোতেও এই আয়না বসানো হবে। ভিড়ের চাপ এতটাই থাকে যে যাত্রী নিরাপত্তা যেমন অবহেলিত হয় ঠিক তেমনই মেট্রোর দরজায় বন্ধ হতে চায়না। গার্ডকে মেট্রো ছাড়ার নির্দেশ দিতে হয় দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখার পর। এই আয়না এলে চালক তাতে দেখে নিতে পারেন।

প্রসঙ্গত, ২০১৯ সাল নাগাদ পার্কস্ট্রিটে মেট্রো স্টেশনের বুকে এক সাংঘাতিক দুর্ঘটনা ঘটে।কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের পার্ক স্ট্রিট স্টেশন থেকেই মেট্রোয় উঠতে গিয়ে ভিড়ের চাপে মেট্রোর দরজায় হাত আটকে গিয়েছিল। কোনও নির্দেশ না পাওয়াতে সেই অবস্থায় মেট্রোটি চালিয়ে দিয়েছিল চালক। বিপদের আঁচ পেয়ে মেট্রো চালক যখন ব্রেক কষেন, তখন টানেলের ভিতরে পড়ে যান বছর ষাটেকের ওই বৃদ্ধ। থার্ড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছিল তার। সেই স্মৃতি আজও টাটকা। এরপরেই যাত্রী নিরাপত্তা আটোসাটো করতে ঘটনার তদন্তে নেমে সেফটি কমিশনার অফ রেলওয়ে কলকাতার সমস্ত মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আয়না বসানোর পরামর্শ দিয়েছিলেন।