স্মার্টফোন চুরি হলেও আর চিন্তা নেই, কেন্দ্র আনছে নয়া ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের মানুষের কাছে স্মার্টফোন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে পরিণত হয়েছে। স্মার্টফোন ছাড়া এখন অধিকাংশ মানুষের এক মুহূর্ত চলে না। আবার দেখা যায় সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় এই স্মার্টফোন নিয়েই। কি সেই সকল সমস্যা!

ছোট অথচ দামি হওয়ার কারণে বহু সময় দেখা যায় স্মার্টফোন চুরি হতে। আবার কখনো কখনো দেখা যায় এই স্মার্টফোন বাজার ঘাটে হারিয়ে যায়। এবার এই সকল ক্ষেত্রে চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া স্মার্টফোনের যাতে অপব্যবহার না হয় তার জন্য কেন্দ্রের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কেন্দ্রের তরফ থেকে পদক্ষেপ হিসাবে জানানো হয়েছে, এবার থেকে স্মার্টফোনের IMEI নম্বর বিক্রি করার আগে নথিভূক্ত করতে হবে ইন্ডিয়ান কাউন্টারফিটেড ডিভাইস রেস্ট্রিকশন পোর্টালে। ফোনগুলি প্রথমবার বিক্রি করার আগেই এই নথিভুক্ত করার কাজ করতে হবে সংস্থাকে। নতুন এই নিয়ম লাগু করা হবে আগামী ১ জানুয়ারি থেকে।

ভারতে লক্ষ লক্ষ স্মার্টফোন অথবা ফিচার ফোন রয়েছে যে সকল ফোনের ক্ষেত্রে নকল IMEI নম্বর ব্যবহার করা হয়। পাশাপাশি জনপ্রিয় দামি স্মার্টফোনেরও নকল করে বিক্রি করা হয় দেশে। এসবের অধিকাংশ আসে চীন থেকে। এই সকল বিষয়ের রুখে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই পদক্ষেপ চালু হয়ে যাওয়ার পর আর নকল IMEI নম্বরের ফোন বিক্রি করা যাবে না।

জানা যাচ্ছে, এই নতুন পদ্ধতি চালু হওয়ার পর IMEI নম্বর ওই পোর্টালে নথিভূক্ত থাকার ফলে তাকে ডিজিটালি ট্র্যাক করা যাবে। এর ফলে গ্রাহকরা তাদের চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া ফোন চাইলে সহজেই ব্লক করতে পারবেন। এর ফলে অপব্যবহার রুখে দেওয়া সম্ভব হবে। এই নতুন নিয়ম জারি হবে ভারতে বিক্রি হওয়া সমস্ত সংস্থার স্মার্টফোনের ক্ষেত্রে।