ATM নেই, অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, উঠলো ATM মেশিন থেকে!

লাল্টু : স্কুল ছাত্রের স্কলারশিপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১২৫০০ টাকা, টাকা তোলা হয়েছে এটিএম মেশিন থেকে, অন্তত ব্যাঙ্ক পাস বইয়ের রেকর্ড সেটাই বলছে। আশ্চর্য এমন ঘটনা ঘটলো বীরভূমের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের অ্যাকাউন্টে।

রফিজুল খান নামে ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রের বাড়ি বীরভূমের দুবরাজপুর শহরের ইসলামপুরে। সরকারি সংখ্যালঘু স্কলারশিপ পাওয়ার জন্য সে দুবরাজপুর স্টেট ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট করে। স্কলারশিপের অনুদানের হিসাব মত প্রতিমাসেই ঢোকে টাকা। এছাড়াও সে গুরুজনদের কাছ থেকে যে টাকা পাই সেই টাকাও ওই অ্যাকাউন্টে সঞ্চয় করে। কিন্তু হঠাৎ পাসবই আপডেট করতে গিয়ে দেখতে পায় এমন টাকা উধাও হওয়ার ঘটনা। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে বুঝতে পেরে দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে একটি অভিযোগ জানানো হয়।

ওই ছাত্রের পরিবারের অভিযোগ, দুটি ধাপে এটিএম কাউন্টার থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। প্রথম দফায় দুবরাজপুর কামারশাল মোড়ের এটিএম থেকে তোলা হয়েছে ৯৫০০ টাকা এবং দ্বিতীয় দফায় সিউড়ি বাসস্ট্যান্ডের এটিএম কাউন্টার থেকে তোলা হয়েছে ৩০০০ টাকা। দুটি ঘটনা ঘটেছে পর পর দুমাসের প্রথমেই, প্রথম টাকা তোলা হয়েছে ২রা সেপ্টেম্বর আর ৩রা অক্টোবর। পাসবই থেকে সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, যখন এই অ্যাকাউন্টটি করতে ব্যাঙ্কে যাওয়া হয়েছিল তখন ব্যাঙ্ক ম্যানেজার বলেছিলেন মাইনোরিটি অ্যাকাউন্টে কোনরকম এটিএম কার্ড হয় না। এখন এটিএমের মাধ্যমেই টাকা উধাও হওয়ার ঘটনায় তাদের প্রশ্ন কোনরকম এটিএম কার্ড না থাকা সত্ত্বেও কিভাবে অ্যাকাউন্ট থেকে এটিএম মেশিনের মাধ্যমে টাকা তুলে নেওয়া সম্ভব হল। এমনকি আশ্চর্যজনক ভাবে অ্যাকাউন্টের সাথে দেওয়া ফোন নাম্বারও পরিবর্তন হয়ে গেছে।

ওই ছাত্রের পরিবারের হুঁশিয়ারি, আমরা এই নিয়ে দুবরাজপুর স্টেট ব্যাঙ্কের ম্যানেজারকে প্রশ্ন করব। যদি তিনি সদুত্তর দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।