IPL 2025: আইপিএল শুরু হওয়ার আগেই দলগুলোর অধিনায়কদের দামের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ঋষভ পন্থ। পারফরম্যান্স নয়, বরং অর্থমূল্যের বিচারে তিনি সবার ওপরে। দিল্লি ক্যাপিটালসের হয়ে দীর্ঘদিন খেলা পন্থকে এবারের নিলামে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ফলে তিনি শুধু আইপিএলের (IPL 2025) এই মৌসুমের সবচেয়ে দামি অধিনায়ক নন, আইপিএলের ইতিহাসেও অন্যতম ব্যয়বহুল ক্রিকেটার হয়ে উঠেছেন। চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই তিনি এত উচ্চমূল্যের ক্রিকেটার হয়েছেন, যা বিরল। তাঁর ব্যাটিং দক্ষতা, চাপের মুহূর্তে খেলার ক্ষমতা এবং আক্রমণাত্মক নেতৃত্বই তাঁকে এতটা মূল্যবান করে তুলেছে। দল পরিচালনা, উইকেটকিপিং এবং ফিনিশার হিসেবে তাঁর সামর্থ্য দলগুলোর কাছে দারুণ আকর্ষণীয় ছিল।
আইপিএলের (IPL 2025) এই মৌসুমের অধিনায়কদের মধ্যে দামের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়স আয়ার, যিনি গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। তবে কেকেআর তাঁকে ধরে রাখেনি। এবার নিলামে তাঁকে ২৬ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে পঞ্জাব কিংস। মাত্র ২৫ লাখ টাকার ব্যবধানে তিনি ঋষভ পন্থের পরে রয়েছেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং অধিনায়কত্বের দক্ষতাই তাঁকে এত উচ্চমূল্যের ক্রিকেটার করেছে। তিনি মিডল অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন, যা তাঁকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাঁর মতো একজন ক্রিকেটারের উপস্থিতি দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করে তোলে।
এই তালিকায় তৃতীয় স্থানে একা নন, বরং জায়গা ভাগ করে নিয়েছেন তিনজন- রুতুরাজ গায়কোয়াড়, প্যাট কামিন্স এবং সঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস তাঁদের অধিনায়ককে ধরে রাখতে সমান ১৮ কোটি টাকা খরচ করেছে। মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে রুতুরাজের ওপর আস্থা রেখেছে চেন্নাই সুপার কিংস। তরুণ এই ব্যাটার গত মরসুম থেকেই নেতৃত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। তাঁর ব্যাটিং ধারাবাহিকতা এবং ঠান্ডা মাথায় খেলার ক্ষমতা চেন্নাইকে নতুন পথ দেখাচ্ছে।
অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বে গত আইপিএলে ফাইনালে পৌঁছেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স এবং বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব তাঁকে এত দামি করে তুলেছে। একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাঁর অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। একই দামে থাকা সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের অন্যতম নির্ভরযোগ্য নেতা, যিনি গত কয়েক মৌসুম ধরে দলকে ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে রান করা এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাঁর দক্ষতা রাজস্থান কর্তৃপক্ষের আস্থার কারণ।
সব মিলিয়ে, আইপিএলের (IPL 2025) এই মৌসুমের তালিকায় থাকা প্রতিটি অধিনায়কই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং তাঁরা যে নিজেদের দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, তা স্পষ্ট। দলগুলোর এই বিশাল বিনিয়োগ কতটা সফল হবে, সেটার উত্তর মিলবে মাঠের প্রতিযোগিতাতেই!