ঠিক সন্ধে ৭:২৯ মিনিটেই কেন অবসর নিলেন ধোনি, রইলো আসল কারণ

নিজস্ব প্রতিবেদন : ১৫ই আগস্ট ২০২০, ঘড়ির কাঁটায় যখন ঠিক ৭ টা ২৯, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের আনন্দের মুহূর্তে ভেঙে গেল অগণিত ক্রিকেটপ্রেমীর হৃদয়। দেশবাসীর মনিকোঠায় এই সময় চিরকাল ‘মাহেন্দ্রক্ষণ’ হিসাবে লেখা থাকবে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ধোনি জানান, ‘৭টা ২৯ মিনিট থেকে প্রাক্তণ ক্রিকেটার হিসেবে গণ্য হবো।’ আর ক্যাপ্টেন কুলের এমন সিদ্ধান্তের পরেই ঠিক জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিলেন ভারতের আর এক তারকা সুরেশ রায়না। প্রিয় অধিনায়কের পথে হেঁটে তিনিও অবসরের কথা জানান সোশ্যাল মিডিয়ায়।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন। ঠিক ৭টা ২৯ মিনিটকেই কেন বেছে নিলেন ধোনি? এর আগেও আমরা দেখেছি বরাবর চমক দিতে পছন্দ করেন ধোনি। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানানো হোক অথবা ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়াই হোক। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়াটাও হঠাৎ করেই জানিয়েছিলেন বোর্ডের মাধ্যমে। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি যে সময় এটি বেছে নিয়েছেন তাতে লুকিয়ে রয়েছে আবেগ।

সাংবাদিক মহলের একাংশ মনে করছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ ই আগস্ট সংবাদপত্রের অফিসগুলিতে ছুটি থাকে। যার ফলে ১৬ ই আগস্ট কোনও সংবাদপত্র প্রকাশ হয় না। প্রচারের আলো থেকে নিজেকে এতটা সরিয়ে রাখতে ভালোবাসতেন তিনি যে তার অবসর নিয়ে যাতে কোনরকম মাতামাতি না হয় তার জন্য ১৫ ই আগস্ট দিনটিকেই বেছে নিয়েছেন।

আবার অনেকের মতে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ভারত ৭ টা ২৯ মিনিটে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। সেই জন্যেই এই বিশেষ সময়টিকেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিদায় জানানোর জন্য বেছে নিয়েছেন ধোনি।

আবার অনেকের মতে ১৯২৯ আসলে একটি ‘এঞ্জেল নম্বর’। কোনও একটি প্রোজেক্ট শেষ হওয়া কিংবা বৃত্ত সম্পূর্ণ হওয়া বোঝায় এই নম্বরের মাধ্যমে। ধোনি তাই ৭ টা ২৯ মিনিট কেই অবসর নেওয়ার সেরা সময় হিসাবে বেছে নিয়েছেন।

তবে সে যাই হোক মহেন্দ্র সিং ধোনির জীবনও ক্রিকেটের মতোই চমকপ্রদ। তিনি খড়গপুর স্টেশনের সামান্য একজন কালো কোট পরা টিকিট পরীক্ষক থেকে বর্তমানে দেশের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আবার নীল জার্সি পড়ে জীবনের প্রথম এবং শেষ ম্যাচে আউটও একই রকম। মাহির জীবনের সব কিছুতেই যেন কেমন মেলবন্ধন। জীবনের প্রথম ম্যাচে ২৩ শে ডিসেম্বর ২০০৪, চট্টগ্রামে রান আউট হয়ে ফেরেন মাহি। আর জীবনের শেষ ম্যাচে ১০ জুলাই ২০১৯, ম্যাঞ্চেস্টারে মার্টিন গাপ্তিলের অসাধারণ থ্রোয়ে আর ক্রিজে ফেরা হয় নি মাহির। তাই অবসরের এই সময় নিয়ে আলোচনা যাই হোক না কেন ৭:২৯ এর আসল কারণ আছে মাহির পকেটেই।