Mumbai Metro Rail Ticket: মেট্রোর টিকিটে বদল! হারিয়ে যাওয়ার চান্স নেই, খুঁজে বেড়ানোরও দরকার নেই

Mumbai Metro brings is another fancy Rail Ticket to prevent getting lost it: মেট্রো রেলের নিত্য যাত্রীদের জন্য খুশির খবর নিয়ে এলো মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন থেকে আর মেট্রোর টিকিট হারিয়ে যাওয়া নিয়ে কোনোরকম হয়রানির শিকার হতে হবে না যাত্রীদের। মেট্রোর টিকিটের নতুন ডিজাইন প্রকাশ করেছে মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষ (Mumbai Metro Rail Ticket)। মেট্রোর টিকিট আর পকেটে বা ব্যাগে যত্ন করে রাখার প্রয়োজন নেই, এখন থেকে তা গয়নার মতন হাতে পড়তে পারবে যাত্রীরা। এরফলে টিকিট হারিয়ে যাওয়ার ভয় কমবে এবং যাত্রীদের সময় অনেকটা বাঁচবে।

মুম্বাইকে দেশের অর্থনীতির রাজধানী বলা যায়। শহরটি যেমন ব্যস্ত সেখানকার যাত্রীরাও ততটাই ব্যস্ত। তাই এই ব্যস্ত শহরের ব্যস্ত যাত্রীদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিয়েছে মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রো টিকিটের নতুন মডেলটির নামকরণ করা হয়েছে “ট্যাপ ট্যাপ”। মুম্বাই মেট্রো রেল কর্তৃপক্ষ বা মুম্বাই মেট্রো ওয়ান এর পক্ষ থেকে চালু করা এই নতুন পরিষেবা যদি মুম্বাই শহরে সফলতা পায়, তাহলে বাকি শহর গুলিতেও এই পরিষেবা শীঘ্রই চালু করা হবে। মেট্রো টিকিটের নতুন সংস্করণটি যাত্রী পরিষেবায় বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশিষ্ট জনেরা।

মেট্রো টিকিটের (Mumbai Metro Rail Ticket) নতুন মডেলটি হাতের কবজিতে গয়নার মতো পড়ে থাকতে পারবেন যাত্রীরা। নারী পুরুষ নির্বিশেষে হাতে ব্রেসলেট, রিস্টলেট বা রিস্টব্যান্ড পড়ার প্রচলন রয়েছে। তাই নতুন এই মেট্রো টিকিটটি যাত্রীদের ফ্যাশনেও সংযোজিত হতে পারে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মুম্বাই মেট্রো ওয়ান টিকিটটির জন্য তিনটি রঙ্ নির্ধারণ করেছে। রঙ্ গুলি হল কালো, নীল ও সাদা। মুম্বাই মেট্রো ওয়ানের দাবি, মেট্রো রিস্টব্যান্ড ট্যাপ ট্যাপ এর আধুনিকত্ব, বহন করার সুবিধা যাত্রীদের নজর কাড়বেই।

আরও পড়ুন 👉 Kolkata Metro Entertainment: দ্বিগুণ মজাদার হল কলকাতা মেট্রো সফর! শিশুরা তো বটেই, বড়রা তাকিয়ে তাকিয়ে দেখবেন

যাত্রীদের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে মেট্রো ব্যান্ড ট্যাপ ট্যাপ (Mumbai Metro Rail Ticket) কে ডিজাইন করা হয়েছে। নতুন এই ব্যান্ডটি যেহেতু যাত্রীদের প্রতিদিনের সঙ্গী হতে চলেছে, তাই একে ওয়াটার প্রুফ করা হয়েছে। বেশিক্ষণ হাতে পরে থাকার ফলে যাতে যাত্রীদের ত্বকে এলার্জী বা ঐ জাতীয় কোনো সমস্যা না হয়, সেই জন্য এই ব্যান্ডটিকে পরিবেশ বান্ধব সিলিকন দিয়ে বানানো হয়েছে। মুম্বাই মেট্রো ওয়ানের এই নতুন উদ্যোগ রীতিমতো প্রশংসিত হয়েছে নিত্য যাত্রীদের কাছে।

এতদিন ধরে উপলব্ধ মেট্রো টিকিট বা কার্ড যেভাবে ব্যবহার করা হতো একই পদ্ধতিতে নতুন রিস্টব্যান্ডটিকেও ব্যবহার করা যাবে। আপাতত ভারশোভা থেকে আন্ধেরি হয়ে ঘাটকোপার অব্দি মেট্রো রেল পথের সমস্ত স্টেশন থেকে পাওয়া যাবে মেট্রো টিকিটের নতুন সংস্করণ ট্যাপ ট্যাপ (Mumbai Metro Rail Ticket) রিস্ট ব্যান্ডটিকে। ২০০ টাকার বিনিময়ে যাত্রীরা এই ব্যান্ডটি সংগ্রহ করতে পারবেন। মেট্রো কার্ডের মত একই পদ্ধতিতে রিস্টব্যান্ড ট্যাপ ট্যাপকেও রিচার্জ করা যাবে।