Nandini Didi: ভাইরাল নন্দিনী দিদি নতুন বউয়ের সাজে! কবে বিয়ের পিরিতে বসলেন জানেন?

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদা অনেক বেড়েছে। নিত্য নতুন ভালো মন্দ কনটেন্ট ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। ঠিক একইভাবে ফুড ব্লগারদেরও সংখ্যা বাড়ছে হুহু করে। আর এই ফুড ব্লগারদের ভিডিওতেই ভাইরাল হচ্ছে ছোট থেকে বড় সব রেস্তোরাঁর মালিক। খাবারের তালিকাও সামনে আসছে সেইসব ভিডিওর মাধ্যমে।

তেমনই কিছু ফুড ব্লগারদের দৌলতে সমাজ মাধ্যমে ভাইরাল হয় নন্দিনী দিদি। কলকাতার ডালহৌসির অফিসপাড়ায় যার ভাতের হোটেল সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। অনেকে আবার স্মার্ট দিদি বলেও ডাকে নন্দিনী দিদিকে। রোজ বহু মানুষের পাতে খাবার পরিবেশন করে দিদি। রাজারহাটে বেশকিছু মাস আগে নতুন রেস্তোরাঁ খুলেছে দিদি।

আরও পড়ুন: UPI: বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফে! মাত্র ২০০০ টাকার ইউপিআই লেনদেনে মিলবে ইনসেনটিভ

সম্প্রতি সমাজ মাধ্যমে তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে নন্দিনী দিদির সিঁথি ভর্তি সিঁদুর, পরনে লাল শাড়ি, হাত ভর্তি শাখা-পলা-চুরি এবং দুহাত ভরা মেহেন্দি। দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে তার। নতুন রূপে হঠাৎই সমাজ মাধ্যমে হাজির হয়ে চমকে দিলেন সকলকে। কবেই বা সামাজিক মতে বিয়ের পিরিতে বসলেন তিনি? লাইভ ভিডিওতে সব কিছুই জানালেন দিদি। স্বামীকেও আনলেন দর্শকদের সামনে।

নন্দিনী দিদিকে প্রশ্ন করে জানা গিয়েছে, “এই তো হল, তাড়াহুড়ো করেই হল। অনেকেই যারা আমাকে চেনেন, জানেন যে আমি দীর্ঘদিন ধরেই একটা সম্পর্কে ছিলাম। আর অবশেষে একটা সামাজিক বিবাহের বন্ধনে আমি আবদ্ধ হলাম। বলতে একটা কেমন লাগছে, দোলের দিন যেদিন সকলে রং খেলছিলেন, আমি সেদিন সিঁদুর খেলেছি। সেদিনই এতদিন ধরে ওয়েট করা দিনটা আমার জীবনে এসেছে। ধন্যবাদ তাদের সকলকে যারা আমার জন্য প্রার্থনা করেছেন। আরও অনেকেই চাইত, বলত বিয়ে করো দিদি, কবে বিয়ে করবে।”

নন্দিনী দিদির তরফে আরও জানা গিয়েছে, সেইদিন তিনি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলেন। ভিডিও দেখে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকেই রুদ্র দাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন নন্দিনী দিদি। গত বছরেই আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয় দুটিতে। এবার দোলযাত্রার শুভ দিনে কুসুমডিঙ্গা পেরোলেন দুটিতে।