IPL 2025: ধোনির শেষ আসরে নতুন তারকা হতে পারেন নাথান এলিস?

IPL 2025: আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (KKR vs RCB)। আর দ্বিতীয় দিনেই মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের (MI vs CSK) হাইভোল্টেজ ম্যাচ চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত হবে। তবে এবারের আইপিএল শুধুই আরেকটি আসর নয়, কারণ এটি হয়তো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শেষ আইপিএল হতে চলেছে!

ধোনি শুধু একজন সফল অধিনায়কই নন, বরং একজন মেন্টরও, যিনি অনেক তরুণ ক্রিকেটারকে গড়ে তুলেছেন। তাঁর অধীনে ক্যারিয়ার গড়ে নিয়েছেন অনেক ভারতীয় ও বিদেশি খেলোয়াড়। শ্রীলঙ্কার তরুণ পেসার মতিশা পাথিরানা ইতোমধ্যেই ধোনির অধীনে দুর্দান্ত পারফর্ম করেছেন, যদিও জাতীয় দলের হয়ে এখনো নিয়মিত ভালো খেলতে পারেননি। এবার ধোনির দলের নতুন চমক হতে পারেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস।

৩০ বছর বয়সী এই অজি পেসারকে ২ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে এই সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন উঠলেও, এলিস যে ধোনির দলের জন্য বড় সম্পদ হতে পারেন, তা মেনে নিচ্ছেন অনেকে। চেন্নাইয়ের ধীরগতির উইকেটে তাঁর বোলিং কার্যকর হতে পারে, পাশাপাশি তিনি ব্যাট হাতেও দলের কাজে লাগতে পারেন। বিশেষ করে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর স্লোয়ার ডেলিভারি ও ইয়র্কার বিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।

আরও পড়ুন: আইপিএল ম্যাচের আগে চোট পেয়েছেন কোন কোন ক্রিকেটার? দেখে নিন তালিকা

সম্প্রতি বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাথান এলিস। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে তাঁর বোলিং ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলেছিল। আগের আইপিএল (IPL 2025) মৌসুমে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন, তবে সেখানে নিয়মিত সুযোগ পাননি। এখন পর্যন্ত আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৮.৬১ ইকোনমি রেটে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।

এবারের আইপিএল (IPL 2025) চেন্নাইয়ের মন্থর পিচে তাঁর বোলিং বিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাঁর গতি পরিবর্তন এবং নিখুঁত লাইন-লেন্থ চেন্নাই সুপার কিংসের হয়ে বড় ম্যাচগুলোতে কার্যকরী হতে পারে। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও তিনি কিছুটা কার্যকর হতে পারেন, যা তাঁকে ধোনির দলের জন্য আরও মূল্যবান করে তুলেছে। এখন প্রশ্ন হলো, ধোনির অধীনে এলিস কি সত্যিই সিএসকের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারবেন? ধোনি অতীতে যেমন দীপক চাহার, জাদেজা ও পাথিরানাকে তারকা বানিয়েছেন, এবার কি সেই তালিকায় যোগ হবে নাথান এলিসের নাম? উত্তর মিলবে আসন্ন আইপিএলে!