দিন যত এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারের তরফে একের পর এক উদ্যোগ সামনে আসছে যার দ্বারা উপকৃত হচ্ছেন দেশবাসী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের তরফে আগেই স্পষ্ট হয়েছিল ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে গোটা দেশকে সম্পূর্ণ মাওবাদী মুক্ত করার। আর এবার শনিবার দান্তেওয়াড়ায় একটি অনুষ্ঠানে এসে এক নয়া প্রতিশ্রুতি শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়।
তার কথায়, ছত্তীসগঢ়ের সবকটি গ্রামকে নকশালমুক্ত বলে যদি ঘোষণা করা যায় তাহলে গ্রামের ভাগ্যে রয়েছে বিরাট পুরষ্কার। প্রতি গ্রামের জন্য এক কোটি টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। তার তরফে জানানো হয়েছে, এই অর্থ প্রদানের মাধ্যমে গ্রামকে আরও উন্নত ও নকশালরা যাতে সমাজের মূলস্রোতে ফিরে আসে সেই কাজে ব্যবহার করা হবে।
আরও পড়ুন: Teachers Suspension: দিনের পর দিন কাজে অবহেলা শিক্ষকদের! প্রাথমিকের ৬ শিক্ষককে বরখাস্ত করলো প্রশাসন
২০২৬ সালের মধ্যে সমগ্র দেশকে নকশালমুক্ত করার লক্ষ্যেই প্রতি গ্রাম পিছু ১ কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশসাধন। তবে শুধু পুরস্কারের কথাই ঘোষণা করেননি তিনি,একইসাথে দান্তেওয়াড়ায় অনুষ্ঠান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও নানান প্রকল্পের ঘোষণা করেন।
তিনি জানান, তেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য নতুন দরে প্রতি বস্তা ৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকা সরাসরি আদিবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তার কথায়, ‘ভোকাল ফর লোকাল’ প্রকল্পের আওতায় এনে ছত্তীসগঢ়ের বুকে গড়ে ওঠা ধাতব শিল্প, টেরাকোটা ও কাঠের হস্তশিল্পকে বাড়তি প্রচার করতে হবে।
শাহর তরফে ঘোষণা করা হয়, বাস্তার পানদুম উৎসব ২০২৬ সাল থেকে জাতীয় স্বীকৃতি পাবে। দেশের নানান প্রান্তের আদিবাসী সমাজ এই উৎসবে সামিল হবেন। অন্যদিকে, আদিবাসী সম্প্রদায়ের গান, ভাষা, ও সংস্কৃতি রক্ষা করার আহ্বানও শোনা যায় তার গলায়।