থাকছে মমতার জীবনী, সঙ্গে বিভিন্ন প্রকল্প, আসছে নতুন ছবি, দেখুন ফার্স্ট লুক

এর আগেও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে বায়োপিক তৈরি হয়েছে। তবে এই ছবি আক্ষরিক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhaya) বায়োপিক নয়। তবে এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ তিনি। জানা গিয়েছে ‘সুকন্যা’ নামের এই ছবিতে ‘দিদি’ ভূমিকায় অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Kaninika Bandopadhaya)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কখনো নীল কখনো সবুজ পাড় সাদা শাড়িতে পাওয়া গেল কনীনিকাকে। ‘দিদি’র চরিত্রে অভিনয় করছেন তিনি। আর এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উত্তেজিত কনীনিকা। যদিও পরিচালক উজ্জ্বল মিত্রের এই ছবির কেন্দ্র বিন্দু দুর্গা।

অভাবের সংসারে রাজ্য সরকারের প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পেয়েই দুর্গার আইপিএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ নিয়েই এই ছবি। আর এই দুর্গার ভূমিকায় থাকছেন শ্রেয়সী ঘোষ। আর মুখ্যমন্ত্রীর আদলে তৈরি কনীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শহরের এক স্টুডিওয় শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সেখানে মমতার লুকে দেখা গেলো কনীনিকাকে।

এই ছবিতে রাজ্য পুলিশের ডিজির চরিত্রে ধরা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শ্যুটিং ফ্লোরের যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা গেল পুলিশের পোশাক পরে রয়েছেন শান্তনু। পাশে মমতা-রূপী কনীনিকা এবং ছবির নায়িকা দুর্গা ওরফে শ্রেয়সী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু, আর এখন এই ছবির বড় চমক হলেন এই তৃণমূল সাংসদ শান্তনু সেন।

জানা গিয়েছে, শুধুমাত্র ‘কন্যাশ্রী’ প্রকল্প-ই নয়, ‘সুকন্যা’ সিনেমার বড় অংশ জুড়ে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রামও। ২০০৬ সালে সিঙ্গুর জমি আন্দোলনের সময় বিরোধী দলনেত্রীর আন্দোলনে শামিল হয়েছিলেন দুর্গার বাবা। এরপর একদিন হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। এর পর রাজ্যে পালাবদল, দিদির সরকার গঠন। এবং মায়ার প্রকল্পের ছত্রছায়ায় দুর্গার বেড়ে ওঠা ও স্বপ্নপূরণ নিয়েই তৈরি হবে এই সিনেমা।