নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তেই পর্যটকদের ভিড় দেখা যায়। দার্জিলিং (Darjeeling) থেকে ডুয়ার্স (Dooars) সব জায়গায় বছরের বিভিন্ন সময় পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন। এই সকল জায়গায় ঘুরতে আসার ক্ষেত্রে অধিকাংশ পর্যটকদেরই ট্রেনের উপর ভরসা করে থাকতে হয়। কিন্তু পিক সিজনে ট্রেনের টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে চরম সমস্যায় পড়তে হয় পর্যটকদের। এবার এই সমস্যা দূর করতে এগিয়ে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।
উত্তরবঙ্গ ভ্রমণের ক্ষেত্রে দুর্গাপুজোর সময় সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় দেখা যায়। ইতিমধ্যেই প্রায় সব ট্রেনের টিকিট বুকিং হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে ডুয়ার্স থেকে কলকাতা এবং কলকাতা থেকে ডুয়ার্স বাস পরিষেবা নিয়ে এলো NBSTC। ইতিমধ্যেই নতুন তিনটি বাস আলিপুরদুয়ার ডিপোতে আনা হয়েছে। নতুন এই তিনটি বাসের যাতায়াতের ফলে যেমন নিত্যযাত্রীরা সুবিধা পাবেন ঠিক সেই রকমই সুবিধা পাবেন পর্যটকরা।
আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস অবশ্য আগেও যাতায়াত করত। কিন্তু গত দুমাস আগে ওই বাসটি বন্ধ করে দেওয়া হয়। বাসটি বন্ধ করে দেওয়ার কারণে অসুবিধা হয় পড়েন নিত্যযাত্রী থেকে পর্যটক সকলেই। আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কলকাতা আসার জন্য সাধারণ মানুষকে সেই ট্রেনের মুখ তাকিয়েই থাকতে হয়। তবে এবার এই তিনটি বাস চালু হলে আর কেবলমাত্র ট্রেনের মুখ তাকিয়ে বসে থাকতে হবে না।
দূর্গা পূজার সময় যেহেতু কলকাতা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা, সেই কারণে নতুন এই তিনটি বাসের পরিষেবা মহালয়ার সময় থেকেই চালু করে দেওয়া হবে হলে জানা যাচ্ছে সংস্থা সূত্রে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দাবি অনুযায়ী, পর্যটকদের কথা মাথায় রেখেই এই সকল বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় যাতে পর্যটকরা সহজে যেতে পারেন তার জন্য নতুন এই সকল বাস চালু করার সিদ্ধান্তের পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আরও বিভিন্ন প্যাকেজ চালু করেছে। সেই সকল প্যাকেজের মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। এই সকল জায়গায় ঘুরে দেখার জন্য পর্যটকদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। এছাড়াও তাদের তরফ থেকে নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছে তাতেও বুকিং করা যাবে।