নজরকাড়া নতুন দুটি ই-সাইকেল লঞ্চ হলো ভারতে

নিজস্ব প্রতিবেদন : দিন দিন জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারগুলির মোটরবাইক অথবা গাড়ি চালানো কষ্টদায়ক হয়ে পড়েছে। এর পাশাপাশি পেট্রোল ডিজেল চালিত যানবাহনের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দূষণ ছড়াচ্ছে পরিবেশে। খরচ এবং পরিবেশ দূষণের দিক মাথায় রেখে সম্প্রতি ভারতে বেড়েছে ব্যাটারি চালিত যানবাহনের ব্যবহার।

ব্যাটারি চালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধির দিকে তাকিয়ে বিভিন্ন সংস্থা নতুন নতুন ব্যাটারি চালিত মোটর বাইক, সাইকেল অথবা যানবাহন লঞ্চ করছে। ঠিক তেমনি এবার ভারতে দুর্দান্ত লুকের দুটি ই- সাইকেল লঞ্চ হল। নতুন এই দুটি ব্যাটারি চালিত সাইকেল লঞ্চ করা হয়েছে ভ্যান ইলেকট্রিক মোটো নামের একটি স্টার্টআপ সংস্থার তরফ থেকে। তাদের এই ব্যাটারি চালিত সাইকেলের নাম দেওয়া হয়েছে আরবানস্পোর্ট।

শুক্রবার এই দুটি নতুন ব্যাটারি চালিত সাইকেলের পর্দা উন্মোচন হয়। পর্দা উন্মোচন করেন কেন্দ্রের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। একটি অনলাইন প্রোগ্রামের মধ্য দিয়ে এই দুটি নতুন ইলেকট্রিক সাইকেলের পর্দা উন্মোচন করা হয়।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তাদের ব্যাটারি চালিত এই সাইকেল আরবানস্পোর্ট-এর দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। যার মধ্যে সাধারণ আরবানস্পোর্ট সাইকেলটির দাম হল ৫৯,৯৯৯ টাকা এবং আরবানস্পোর্ট প্রো মডেলটির দাম রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। এই সাইকেল আগামী দিনে দেশের সর্বত্র পৌঁছে যাবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

ব্যাটারি চালিত এই দুটি ইলেকট্রিক সাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। অন্যদিকে প্যাডেল অ্যাসিস্টেড রেঞ্জ হল ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এর মধ্যে যে ব্যাটারি রয়েছে তা চার্জ করতে অর্ধেক ইউনিট বিদ্যুৎ খরচ হয় অর্থাৎ যার মূল্য মাত্র চার অথবা পাঁচ টাকা।

সাইকেল দুটিতে যে ব্যাটারি দেওয়া হয়েছে তার ওজন ২.৫ কেজি। এই ব্যাটারি খুলে ফেলে দেওয়া যায় অর্থাৎ লাগানো রয়েছে রিমুভেবল ব্যাটারি। এর ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। প্রথমবার এই ধরনের বাহনে এমন সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়াও এই দুটি ইলেকট্রিক সাইকেলে রয়েছে শিমানো টার্নি ৭ স্পিজের ডিরেলিয়ার গিয়ার সিস্টেম, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক ও স্পিনার ইউএসএ ফ্রন্ট শক। রয়েছে ইলেকট্রিক প্যাডেল অ্যাসিস্ট সিস্টেমে ২৫০ ওয়াট হাব মাউন্টেড ইলেকট্রিক মোটর, একটি ৪৮ ভল্ট, ৭.৫ এএইচ রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি এবং মোট পাঁচটি ইলেকট্রিক গিয়ার লেভেল রয়েছে।