চোখের পলকে যাওয়া যাবে আগরতলা থেকে চট্টগ্রাম, চালু হচ্ছে বিমান পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের (Bangladesh) সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হচ্ছে ভারতের। সম্পর্ক নিবিড় হচ্ছে এবার বিমান পরিষেবার পরিপ্রেক্ষিতে। নতুন এই বিমান পরিষেবা চালু হলে চোখের পলকে পৌঁছে যাওয়া যাবে আগরতলা (Agartala) থেকে চট্টগ্রাম (Chittagong)। এই বিমান পরিষেবা শুরু হলে আবার আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাবে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর।

আগরতলা থেকে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত বিমান পরিষেবা চালু হওয়ার ত্রিপুরার বাসিন্দাদের কাছে বাড়তি পাওনা। ত্রিপুরা (Tripura) থেকে সড়কপথে বাংলাদেশের যোগাযোগের পাশাপাশি এবার উড়ান পরিষেবার মধ্য দিয়েও সহজেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হবে।

আগরতলা থেকে চট্টগ্রাম রুটে spice জেট তাদের বিমান চালাবে বলে আগ্রহ প্রকাশ করেছে। শুধু আগ্রহ প্রকাশ নয়, এর পাশাপাশি উড়ানের জন্য প্রায় সমস্ত রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এমনকি Airport Authority of India-র এক আধিকারিকের তরফ থেকে জানা গিয়েছিল জুন মাসের ১ তারিখ থেকেই এই রুটে বিমান পরিষেবা চালু হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে পরিষেবা শুরু হতে।

প্রযুক্তিগত কিছু সমস্যার পরিপ্রেক্ষিতে বিমান পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সময় পিছিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবার জন্য ইতিমধ্যেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আলাদা করে টার্মিনাল তৈরি করা হয়েছে। এছাড়াও বিমানবন্দরটিকে আরও সাজানো গোছানোর বন্দোবস্ত করা হয়েছে। এক্ষেত্রে পিক আওয়ারের সময় একসঙ্গে ১২০০ যাত্রী বিমানবন্দরে থাকতে পারবেন। এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য করা হয়েছে ইমিগ্রেশন এবং ফরেন এক্সচেঞ্জ কাউন্টার (foreign exchange counter)।

আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই বিমান পরিষেবা শুরু হবে আগামী ২৬ জুন। স্পাইস জেট এই বিমান পরিষেবা চালু করার পাশাপাশি টাটাদের হাতে থাকা Vistara বিমান সংস্থাও আগরতলা থেকে বিমান চালাবে। এই বিমান সংস্থা আগরতলা থেকে বেঙ্গালুরু পর্যন্ত বিমান চালাবে এবং সেই পরিষেবা শুরু হয়ে যাবে ১ আগস্ট।