শেষ হলো সস্তার দিন, সামনে এলো পার্লামেন্ট ক্যান্টিনের খাবারের নতুন দাম

নিজস্ব প্রতিবেদন : সমস্ত রকম বিতর্কের ইতি টেনে কেন্দ্র সরকারের তরফ থেকে পার্লামেন্ট ক্যান্টিনে সাংসদ এবং সংসদের কর্মচারীদের খাবারের ভর্তুকি বন্ধ করে দিলো। বুধবার থেকে এই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পাশাপাশি পার্লামেন্ট ক্যান্টিনের খাবারের নতুন দাম সামনে এসেছে।

পার্লামেন্ট ক্যান্টিনে খাবারের ভর্তুকি নিয়ে বিভিন্ন মহলে ছিল বিরূপ প্রতিক্রিয়া। দেশজুড়ে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন আকাশছোঁয়া হয়ে চলেছে তখন সাংসদদের একাধিক সুবিধা থাকা সত্ত্বেও সংসদের ক্যান্টিনে কেন সাংসদরা খাবারে ক্ষেত্রে ভর্তুকি পাবেন? এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠে ছিল।

এই সকল প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠা, পাশাপাশি সংসদের ক্যান্টিনে ভর্তুকি দেওয়ার জন্য সরকারের বছরে ১৫ কোটি টাকার বেশি খরচ হওয়া ইত্যাদির অবসান ঘটাতে গত বছর থেকেই তৎপর হয়ে উঠেছিল কেন্দ্র। এরপর জানুয়ারি মাসেই জানা যায় আগামী অধিবেশনের আগেই এই ভর্তুকি তুলে নেওয়া হবে। হাওয়ার সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো সরকারের তরফ থেকে।

ভর্তুকি তুলে দেওয়ার পর খাবারের নতুন দাম

ভর্তুকি তুলে দেওয়ার পর খাবারের নতুন নামের যে তালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ৫৮ রকমের খাবারের দামে পরিবর্তন আনা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই খাবারের দাম বেড়েছে কয়েকগুণ। এই তালিকা থেকে জানা যাচ্ছে, এখন থেকে সাংসদদের সংসদের ক্যান্টিনে খেতে হলে আলু বড়া কিনতে হবে ১০ টাকা দিয়ে, সবজির দাম পড়বে ৫০ টাকা, প্রতি পিস চাপাটি ৩ টাকা, চিকেন বিরিয়ানি ১০০ টাকা।

দেখে নিন ৫৮ রকম খাবারের নতুন দাম

এছাড়াও চিকেন কারি ৭৫ টাকা (দু পিস), চিকেন কাটলেট দু পিসের দাম পড়বে ১০০ টাকা, দই ১০ টাকা, ডাল তড়কা ২০ টাকা, মশলা ধোসা ৫০ টাকা, এগ কারি ৩০ টাকা, মটন বিরিয়ানি ১৫০, মটন কারি ১২৫, মটন কাটলেট ১৫০। নতুন রেট চার্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ৮০% খাবারের দাম বেড়েছে।