বাড়ছে সংক্রমণ, অফিস ও হোটেলের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন : পঞ্চম দফার লকডাউন থেকেই একে একে শুরু হয়ে যায় আনলকের প্রক্রিয়া। ৩০% কর্মচারী নিয়ে খুলতে শুরু করেছে সরকারি ও বেসরকারি অফিস। এরপর আস্তে আস্তে হোটেল-রেস্তোরাঁ খুলতে শুরু করেছে। সরকারি নির্দেশিকা মেনে খুলে যায় দীঘা পর্যটনকেন্দ্র, এমনকি শংকরপুর পর্যটন কেন্দ্রও।

এদিকে রাজ্যে করোনা সংক্রমণকে কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও করোনা সংক্রমণের ফলে মৃত্যুর হারকে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দেশের হারের থেকেও রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এই অবস্থায় হোটেল ও অফিসের জন্য নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

গতকাল অর্থাৎ শুক্রবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কর্মক্ষেত্র ও হোটেলের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে হোটেল ও অফিসের জন্য তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস আর আদ্রতা ৪০ থেকে ৭০ শতাংশ মেনে চলতে হবে।

অফিসের জন্য কী নির্দেশিকা দেওয়া হয়েছে?

১) কনটেইনমেন্ট জোনের মধ্যে যদি কোনো কর্মীর বাড়ি হয় তাহলে সেই কর্মী সুপারভাইজারকে পুরো বিষয়টি জানাবেন। আর তিনি অফিসে না এসে বাড়িতে থেকেই কাজ করবেন।

২) অফিসে প্রবেশের আগে স্যানিটাইজ করতে হবে। অফিসে প্রবেশের আগে প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং ও করতে হবে।

৩) যারা অন্তঃসত্ত্বা এবং বয়স্ক এই সকল কর্মীদের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধার ব্যবস্থা দিতে হবে ।

৪) যে সকল কর্মীদের মধ্যে কোন রকম উপসর্গ নেই তাদেরকে অফিসের মধ্যে ঢুকতে দেওয়া যাবে।

৫) আধিকারিক থেকে সকল কর্মীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

৬) আধিকারিক, কর্মী এবং বাইরের লোকেদের জন্য প্রবেশ ও প্রস্থানের আলাদা আলাদা পথ করতে হবে।

৭) সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।

৮) যে কোনো আলোচনা হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। সামনাসামনি বসে কোনো আলোচনা বা বৈঠক নয়।

৯) লিফটে একসাথে বেশি মানুষ উঠতে পারবেন না। নির্দিষ্ট সংখ্যক মানুষই লিফটে উঠতে পারবেন।

হোটেলের জন্য কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে

১) পেপার ও audio-visual মিডিয়ার মাধ্যমে কোভিডের সচেতনতার বিষয়ে প্রচার করতে হবে।

২) স্যানিটাইজেশন, হাত ধোয়ার জায়গা ও পানীয় জলের জায়গার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

৩) প্রতিদিন হোটেলটিকে জীবাণুমুক্ত করতে হবে‌। হোটেলের রুমের সাথে সাথেই শৌচালয়গুলিকেও ভালো করে পরিষ্কার করে রাখতে হবে।

৩) ব্যবহৃত মাস্ক, গ্লাভস খেলার জন্য নির্দিষ্ট জায়গা রাখতে হবে।

প্রসঙ্গত, গত ৮ জুন থেকে আনলক ১ পর্বে শপিংমল, ধর্মীয়স্থানগুলি শর্তসাপেক্ষে খুলতে শুরু করেছে। সেক্ষেত্রেও কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।