বগটুই কাণ্ডের পর রামপুরহাটের নতুন আইসি দেবাশীষ চক্রবর্তী, কে এই অফিসার

নিজস্ব প্রতিবেদন : ২১ মার্চ, রাজ্যের ইতিহাসে আরেক কলঙ্ক দিন। ওই দিন ফের রাজ্য কলুষিত হয় বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বগটুইয়ের কারণে। ওই দিন রাতে বোমা-গুলির আঘাতে খুন হন বড়শাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ। এরপরেই পাল্টা প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে বগটুই গ্রাম। যে প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মৃত্যু হয় ৯ জনের।

ঘটনার পর তদন্ত শুরু হলে প্রথমে এই মামলার তদন্তভার যায় সিটের উপর। পরে হাইকোর্টের নির্দেশে মামলা যায় সিবিআইয়ের হাতে। সিবিআই এই মামলার তদন্ত শুরু করেছে এবং তদন্ত চালাচ্ছে। তবে ঘটনার পরেই প্রাথমিক পদক্ষেপ হিসেবে রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামানিককে কর্তব্যে গাফিলতির জন্য সাময়িক বরখাস্ত করা হয়। একইভাবে সাময়িক বরখাস্ত হন রামপুরহাট মহকুমার এসডিপিও সায়ন আহমেদ।

এরপর গত শনিবার রামপুরহাট থানার নতুন আইসি হিসাবে নিযুক্ত করা হয়েছে দেবাশীষ চক্রবর্তীকে। দেবাশীষ চক্রবর্তী এ যাবৎ তিনি নিযুক্ত ছিলেন কলকাতা ইকনমি অফেন্সের ইন্সপেক্টর হিসাবে। কর্তব্যে গাফিলতির জন্য ত্রিদিব প্রামাণিককে ছড়িয়ে দেওয়ার পর তিনি এবার দায়িত্ব নিলেন রামপুরহাট থানার আইসি হিসাবে।

রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামের এই হত্যালীলায় উপপ্রধান ভাদু শেখ ছাড়াও যাদের মৃত্যু হয়েছে তারা মিহিলাল, শেখলাল এবং বানিরুল শেখের পরিবারের সদস্যদের। ঘটনার পর এই জীবিত সদস্যরা আশ্রয় নেন সাঁইথিয়া থানার অন্তর্গত বাতাসপুরের গোলাপজোলে। পরে তাদের পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে বগটুইয়ের পাশের গ্রাম কুমাড্ডায়।

অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত দু’ডজনের কাছাকাছি অভিযুক্ত গ্রেফতার হয়েছেন বলে জানা গিয়েছে সূত্র মারফত। অন্যদিকে আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে হাইকোর্টে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।