WB Road Tax New Rules: বদলে গেল গাড়ির রোড ট্যাক্স আদায়ের নিয়ম, বাড়ল একদিকে সুবিধা, অন্যদিকে অসুবিধা!

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে তাদের রোড ট্যাক্স আদায়ের নিয়মে বদল (WB Road Tax New Rules) আনা হলো। গত মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সরকারের তরফ থেকে দাবী করা হচ্ছে, নতুন যে নিয়ম লাগু করা হয়েছে সেই নিয়ম রাজ্যের যানবাহন মালিকদের অনেকটাই সুবিধা প্রদান করবে।

Advertisements

রাজ্য হোক অথবা দেশ, যেকোনো জায়গায় যানবাহন চালানোর জন্য গাড়ির মালিকদের রোড ট্যাক্স দিতে হয়। এই রোড ট্যাক্সের পিছনে বিপুল পরিমাণে টাকা খরচ করতে হয় মালিকদের। যে কারণে বহু ক্ষেত্রে রোড ট্যাক্স বাকি থাকার মত ঘটনা নজরে আসে। এমন ঘটনায় একদিকে যেমন গাড়ির মালিকরা তাদের যানবাহন নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে সমস্যায় পড়েন ঠিক সেই রকমই আবার সরকারেরও রাজস্বতে প্রচুর ক্ষতি হচ্ছে।

Advertisements

এসবের পরিপ্রেক্ষিতে রোড ট্যাক্স আদায় এবং গাড়ি মালিকদের সুবিধার জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। নতুন যে নিয়ম কার্যকর করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার রোড ট্যাক্স আদায়ের ক্ষেত্রে মেয়াদের স্ল্যাব বদলানো হয়েছে। আর এই স্ল্যাব বদলানোর ফলে ব্যক্তিগত হোক অথবা বাণিজ্যিক গাড়ির মালিকরা অনেক বেশি সুবিধা পাবেন বলে মনে করছে রাজ্য পরিবহন দপ্তর। যদিও অনেকেই এই নিয়মকে অসুবিধাই বলছেন। এর পাশাপাশি রাজ্যের রাজস্বও অনেকটাই আদায় হবে বলেও আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Stay Without Visa: ভিসা ছাড়াই আমেরিকায় ৯০ দিন! এই ১০টি দেশকে সুযোগ দিচ্ছেন বাইডেন

নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে ৫ বছরের জন্য রোড ট্যাক্স আদায়ের পরিবর্তে এবার একবারে ১৫ বছরের রোড ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৯০০ সিসির ব্যক্তিগত যানবাহনের যা দাম তার ৭.৫% অথবা ৩০ হাজার টাকা, যেটি বেশি হবে সেটি রোড ট্যাক্স হিসাবে দিতে হবে। ১৪৯০ সিসি পর্যন্ত ইঞ্জিনের যানবাহনের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা দিতে হবে রোড ট্যাক্স। ২০০০ সিসির যানবাহনের ক্ষেত্রে দিতে হবে ৬০ হাজার টাকা এবং তার উপরের স্ল্যাব অনুযায়ী দিতে হবে ৭৫ হাজার টাকা।

বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে রোড ট্যাক্স আদায়ের যে মেয়াদ আগে তিন মাস ছিল তা এখন বাড়িয়ে করা হয়েছে এক বছর। এছাড়াও বাণিজ্যিক যানবাহনের মালিকরা ৩ বছর, ৫ বছর অথবা ১০ বছরের জন্য রোড ট্যাক্স দিতে পারবেন। বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে যদি কোন মালিক একবারে তিন বছরের রোড ট্যাক্স জমা দেন তাহলে তিনি ১৫ শতাংশ ছাড় পাবেন, পাঁচ বছরের জন্য জমা দিলে ৩০ শতাংশ এবং দশ বছরের জন্য জমা দিলে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

Advertisements