বদলে গেল রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির নিয়ম, কিভাবে পাবেন ভর্তুকি

নিজস্ব প্রতিবেদন : কয়েক মাস ধরেই প্রতিদিন লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এমন পরিস্থিতি যখন নাজেহাল অবস্থা আমজনতার সেই সময় হঠাৎ কেন্দ্র জনদরদি পদক্ষেপ নেয়।

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে দ্বিতীয় দফায় পেট্রোল এবং ডিজেলের উপর শুল্ক ছাড় করার ঘোষণা করে। পেট্রলে লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলের উপর ৭ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। এর ফলে ফের পেট্রোল-ডিজেলের দামে কিছুটা হলেও স্বস্তি মেলে।

অন্যদিকে পেট্রোল-ডিজেলের দামের উপর ছাড় ঘোষণা করার পাশাপাশি রান্নার গ্যাসের ক্ষেত্রে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়। তবে এই ২০০ টাকা ভর্তুকি সবার জন্য নয়, এই ভর্তুকি কেবলমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গৃহস্থালিই পাবেন। বছরে ১২ টি সিলিন্ডারের ক্ষেত্রে এই ভর্তুকি পাওয়া যাবে। এর ফলে ৯ কোটি মানুষ উপকৃত হবেন।

এই ভর্তুকি তারাই পাবেন যারা তপশিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণী, অন্ন যোজনা প্রকল্পের সুবিধা পান, চা এবং চা বাগানের প্রাক্তন এবং বর্তমান প্রাপ্ত বয়স্ক মহিলারা, দেশের দরিদ্র শ্রেণীর মহিলারা। এই সকল মানুষদের এই সুবিধা পেতে হলে অবশ্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকতে হবে। পাশাপাশি জানানো হয়েছে, বাড়িতে দ্বিতীয় কোনো গ্যাস কানেকশন থাকলে তারা এই সুবিধা পাবেন না। এই প্রকল্পের আওতায় কানেকশন নেওয়ার পর প্রথমে স্টোভ এবং প্রথম রিফিল বিনামূল্যে দেওয়া হয়।

ভর্তুকির এই নতুন নিয়ম অনুসারে উপভোক্তাদের প্রথমে তাদের রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে হবে এবং যা দাম তাই দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে হবে। এরপর নির্ধারিত সময়ে এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের ব্যাংক
অ্যাকাউন্টে ভর্তুকির ২০০ টাকা ঢুকে যাবে।

তবে এ তো গেল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার নতুন নিয়ম। কিন্তু অন্যান্য মানুষ, তাদের ভর্তুকি কি হবে? এই প্রসঙ্গে যা জানা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি তুলে দেবে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী এবং সচিবের তরফ থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।