SBI New Scheme: ম্যাচিউরিটিতে ২১ লক্ষ টাকা পেতে চান! SBI-এর এই স্কিম হাতছাড়া করবেন না

New Scheme of SBI gives confidence to senior citizens: ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে প্রত্যেকটা মানুষ চায় তার উপার্জিত অর্থ সঞ্চয় করতে। কিন্তু বয়েস শেষে মানুষের রেস্ট নেওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই সে সবসময় চায় নিজের অর্থকে সুরক্ষিত জায়গায় সঞ্চয় করতে। অবসরের পর টাকা পয়সা নিয়ে কেউ খুব একটা এক্সপেরিমেন্ট করতে চায় না। তবে বিভিন্ন ব্যাংক এবং সরকারি স্কিমের মাধ্যমে আপনি সহজেই নিজের টাকা বিনিয়োগ করতে পারবেন আর সাথে পাবেন দুর্দান্ত রিটার্ন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমটি (SBI New Scheme) নিয়ে এসেছে, এর মাধ্যমে আপনি আপনার অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমটি  কিন্তু প্রবীন নাগরিকদের দেয় অবসর গ্রহণের পরের ভরসা। অবসর নেবার পর হাতে মোটা অংকের টাকা আসলে বিনিয়োগ করবেন এই স্কিমে। কিন্তু কেন মানুষ ভরসা করবে এই স্কিমের (SBI New Scheme) ওপর? কি সুবিধা মিলবে তাদের? আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে।

আমরা অনেকেই জানি যে, প্রবীণ নাগরিকরা এফডি-তে সুদ পাবেন ০.৫০ শতাংশ বেশি। স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা যায় যে, ৫ থেকে ১০ বছরের এফডি-তে গ্রাহকরা পেয়ে যাবেন ৬.৫ শতাংশ সুদ৷ প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫ শতাংশ। কিন্তু যদি আপনি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন রিটার্ন হিসাবে পাবেন প্রায় ২১ লক্ষ টাকা। SBI এর এই স্কিম (SBI Scheme) সত্যিই লাভজনক।

আরও পড়ুন 👉 PPF new rules: PPF থেকে স্মল সেভিংসের নিয়মে বদল! এবার মিলবে ব্যাপক সুবিধা

এই স্কিমের (SBI New Scheme) বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনাকে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে। সিনিয়র সিটিজেনরা যদি ১০ লক্ষ টাকা ১০ বছরের জন্য স্টেট ব্যাঙ্কে রাখেন তাহলে ৭.৫ শতাংশ সুদ হিসাবে পাবেন ম্যাচিউরিটিতে। তাহলে টাকার অঙ্ক দাঁড়াচ্ছে ২১,০২,৩৪৯ টাকা৷ অর্থাৎ হিসেব অনুযায়ী, কেবল সুদ হিসেবে পেয়ে যাবেন ১১,০২,৩৪৯ টাকা। দেরি না করে আজই বিনিয়োগ করুন।

সম্প্রতি ২৭ ডিসেম্বর ২ কোটি টাকার কম ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করেছে ০.২৫ শতাংশ। বয়স শেষে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন এসবিআই এর এই স্কিমের উপর। আপনার কষ্ট করে আরজিত করা টাকা সঠিক স্থানে বিনিয়োগ হবে। আপনি লাভবান হবেন এর দ্বারা।