মা ফুল্লরা এক্সপ্রেস! বীরভূমে নতুন ট্রেনের দাবিতে হাওড়ায় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা

রেল পরিষেবার যে কোন জায়গার যোগাযোগ ব্যবস্থাকে এক লাফে উন্নত করে দিতে পারে। একথা একেবারেই অনস্বীকার্য। যে কারণে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্রেনের দাবি করা হয়ে থাকে। ঠিক সেই রকমই বীরভূমে মা ফুল্লরা এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেনের দাবি বারবার করে আসছেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আর সেই দাবিকে আরো জোরালো করতে এবার সরাসরি হাওড়ায় পৌঁছতে দেখা গেল সদস্যদের।

শনিবার আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা হাওড়া ডিআরএম অফিস ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের দপ্তরে সরাসরি আবেদন পত্র জমা দিয়ে এলেন। তাদের দাবি অনুযায়ী এলাকার মানুষের চাহিদা মত ওই এক্সপ্রেস ট্রেনটি চালু করতে হবে যেটি মানুষের অনেক উপকারে আসবে।

যে ট্রেনটির দাবি তোলা হচ্ছে সেই ট্রেনটি মূলত আহমেদপুর কাটোয়া রেল রুট ধরে হাওড়া অথবা শিয়ালদহ পর্যন্ত পরিষেবা দেবে। অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি অনুযায়ী ট্রেনটি যাতে রামপুরহাট থেকে আহমেদপুর কাটোয়া হয়ে শিয়ালদহ বা হাওড়া পর্যন্ত পরিষেবা দেয় তার জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু! ক্ষোভে ফেটে পড়লেন কাজল শেখ

সকালের দিকে হাওড়া বা শিয়ালদহ পর্যন্ত ট্রেনের দাবির পাশাপাশি আরও একাধিক দাবি তাদের তরফ থেকে রাখা হয়। যেমন আহমেদপুর কাটোয়ার রেল রুটের বেশ কিছু স্টেশন, পাচন্দী, জ্ঞানদাস কাঁদরা, কীর্নাহার ও লাভপুর সহ সমস্ত স্টেশনে 24 ঘন্টার জন্য কর্মী নিয়োগ করতে হবে।

বর্ধমান মেন লাইনে অতিরিক্ত ট্রেনের চাপ কমানোর জন্য অনেক দূরপাল্লার ট্রেন রয়েছে যেগুলিকে আহমেদপুর লাভপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে চালানো যেতে পারে। এছাড়াও শ্রীচৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস নামে একটি নতুন ধর্মীয় ট্রেন চালু করার দাবি জানানো হয়েছে যেটি নৈহাটির বড়মা মন্দির, নবদ্বীপ ইসকন, পাঁচন্ডীর বেহুলা লক্ষ্মী, লাভপুরের ফুল্লরা মন্দির, সাঁইথিয়ার নন্দীকেশরী মন্দির, তারাপীঠের তারা মা ও দেওঘরের বৈদ্যনাথ ধামকে সংযুক্ত করবে।

অন্যদিকে কাটোয়া রেল স্টেশনে বেশ কিছু লোকাল ট্রেন রাতের দিকে দাঁড়িয়ে থাকে যেগুলিকে আহমেদপুর অথবা রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি আহমেদপুর রেলস্টেশনে আরো বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি রাখা হয়েছে।