আনুমানিক ৭ বছর আগে আহমেদপুর কাটোয়া রুটের রেল লাইন ন্যারোগেজের খোলস ত্যাগ করে ব্রড গেজে পরিণত হয়েছে। এই রুটের লাইন ব্রড গেজে পরিণত হওয়ার পর ধীরে ধীরে এখন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও এলাকার বাসিন্দাদের চাহিদা মত হাওড়া অথবা শিয়ালদহ যাওয়ার ট্রেন এখনো জোটেনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে উচ্চ দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু কোন সুরাহা হয়নি। আর এবার এমন পরিস্থিতিতে তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
আহমেদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি তাদের রুটে শিয়ালদহ অথবা হাওড়া যাওয়ার সরাসরি কোন ট্রেন না পাওয়া যায় তাহলে তারা আমরণ অনশনে বসবেন। তাদের তরফ থেকে শুধু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমন নয়, এর পাশাপাশি তারা বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি ও দিয়েছেন।
আরও পড়ুনঃ আরও নামবে পারদ, সাথে জোড়া নিম্নচাপ! কতদিন চলবে কোল্ড ওয়েভ? দেখুন আজকের আবহাওয়া
হাওড়া অথবা শিয়ালদা পর্যন্ত ট্রেনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। কিন্তু তারপরেও কোন সুফল না মেলার পরিপ্রেক্ষিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
