প্যান আধার লিঙ্ক না করালে দিতে হবে কত জরিমানা, জানিয়ে দিলেন নির্মলা সীতারমণ

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Pan Aadhaar Link করার জন্য ফের একবার কেন্দ্রের তরফ থেকে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই প্রথম মেয়াদ বৃদ্ধি করা হলো এমন নয়, এর আগেও একাধিকবার বৃদ্ধি করা হয়েছে। তবে অন্যান্য বার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার মেয়াদ বৃদ্ধির সঙ্গে এবারের মেয়াদ বৃদ্ধির অনেক ফারাক রয়েছে।

বর্তমানে নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হলেও লিঙ্ক করানোর জন্য এক হাজার টাকা করে দিতে হবে নাগরিকদের। তবে এর পাশাপাশি যেহেতু নির্দিষ্ট সময়ে লিঙ্ক করানো হয়নি তার জন্য দিতে হবে জরিমানা। আর এই লিঙ্ক করানোর জন্য যত দেরি করা হবে জরিমানার পরিমাণও ততটাই বেড়ে যাবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি সাংবাদিক বৈঠক করে জানান, সরকারের পক্ষে যতটা সম্ভব সময় দেওয়া হয়েছিল। যত দ্রুত সম্ভব সবাইকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। সময়সীমা পার হলে জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

জরিমানার ক্ষেত্রে ১ এপ্রিল থেকে ৫০০ টাকা করে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। পরে অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে জরিমানার এই পরিমাণ দ্বিগুণ হয়ে দাঁড়াবে ১০০০ টাকা। এর সঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে লিঙ্ক করানোর জন্য যে ১০০০ টাকা করে নেওয়া হয় তাও লাগবে। কেন্দ্র সরকার এই টাকা মুকুব করবে না তা স্পষ্ট এবং পরিবর্তে দেরী হলে জরিমানা আরও বাড়বে এমনটাই জানানো হয়েছে।

অন্যদিকে বর্ধিত সময়ের মধ্যে যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করানো হয় তাহলে প্যান নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে। পাশাপাশি এমন সংযোগ না হলে টিডিএস (TDS) ও টিসিএসের ক্ষেত্রে সমস‌্যায় পড়তে হবে নাগরিকদের। এছাড়াও সমস্যায় পড়তে হবে বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকি অথবা সুবিধা পেতে।