ইন্টারনেট নেই, অভিনব পদ্ধতিতে লাউডস্পিকারে গান গেয়ে বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদন : করোনার কারণে শিক্ষাব্যবস্থা পুরো থমকে গেছে। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় যে সমস্ত জায়গায় পরিষেবা উন্নত সেখানে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামগুলিতে অনলাইনের সাহায্যে ক্লাস সম্ভব নয়, তাই অনলাইন ক্লাসের ক্ষেত্রে গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে।

সেরকমই কতগুলি প্রত্যন্ত গ্রাম রয়েছে মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলায়। এই জেলার প্রত্যন্ত সেই সকল গ্রামাঞ্চলগুলিতে আধুনিক যুগের এই সকল পরিষেবা পাওয়া যায় না। ইন্টারনেট তো দূর, কম্পিউটার অবধি নেই হোসঙ্গাবাদের একাধিক গ্রামে। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের ছাত্র-ছাত্রীরা তাই অনলাইন শিক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত হতে পারছে না। এই গ্রামের আশেপাশের কয়েকটি গ্রামেরও একই দশা। ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই সরকারি স্কুলের শিক্ষিকা সারিকা ঘারু অভিনব পদ্ধতিতে শিক্ষাদান করছেন।

করোনার ফলে যাতে আদিবাসী সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষা থমকে না যায় সেই কারণে তিনি লাউডস্পিকারে গান গেয়ে বিভিন্ন পোস্টারের মাধ্যমে বিজ্ঞানের মত বিষয়কে সহজ করে পাঠদান করছেন।

সারিকা ঘারুর এই অভিনব পাঠদানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে সব ছাত্র-ছাত্রীরা টুলে বসে আছে। আর সামনে একটা মঞ্চের মধ্যে মাইক নিয়ে লাউডস্পিকারে গান গেয়ে পাঠ দিচ্ছেন সারিকা আর চারপাশে বিষয়ভিত্তিক অজস্র পোস্টার।

পড়ুয়াদের বসার জন্য টুল মাদুর পোস্টার মাইক সবই তিনি নিজের খরচে করেছেন। এই শিক্ষা পদ্ধতির নাম তিনি দিয়েছেন তোলা টিচিং। সারিকা প্রমাণ করে দিলেন যে দেশের সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদি সদিচ্ছা থাকে তবে করোনার এই সংকটময়কালেও প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া সম্ভব।