Online-এ নাম নথিভুক্ত করে বাড়িতে বসেই হবে করোনা টেস্ট

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে মহামারী কোভিড-১৯ তার থাবা বসিয়েছে। যা থেকে বাঁচাতে দেশে চলছে লকডাউন। আর তখন বেঙ্গালুরুর প্র্যাক্টো নামে একটি সংস্থা আনলো এক অভিনব পন্থা। যার সাহায্যে কোভিড-১৯ পরীক্ষার জন্য সহজেই অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। এই সংস্থার সঙ্গে একত্রিত হয়ে একইভাবে এগিয়ে এসেছে ভারত সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল তথা মেডিকেল রিসার্চ দ্বারা অনুমোদন প্রাপ্ত থাইরোকেয়ার সংস্থা।

বেঙ্গালুরুর এই প্র্যাক্টো সংস্থা জানিয়েছে, সোমবার থেকেই এই কাজ শুরু করে দিয়েছে তারা। শুধুমাত্র মুম্বইবাসীদের জন্য এই সুবিধা সীমাবদ্ধ নয়।এই সুবিধার আয়ত্ত্বের মধ্যে আসতে চলেছে গোটা দেশ।
এই সুবিধাতে অন্তর্ভুক্ত হতে হলে প্রয়োজন আইডি কার্ড, যাতে থাকবে নথিভূক্ত ডাক্তারের প্রেসক্রিপশন ডাক্তার সই সহ ফর্ম।

সাধারণ মানুষের কথা ভেবেই আয়ত্ত্বের মধ্যে মাত্র ৪০০০ টাকায় এই পরীক্ষা করানো সম্ভব বলে জানানো হয়েছে। যারা এই টেস্ট করাতে চান তাদের নাম নথিভুক্ত করার জন্য যেতে হবে https://covid.thyrocare.com বা https://www.practo.com/covid-test লিঙ্কে।

প্র্যাক্টোর চিফ হেলথ স্ট্র্যাটেজি অফিসার ডঃ আলেক্সান্ডার কুরুভিল্লা বেশি সংখ্যক ল্যাবরেটরি গড়ার পক্ষেই সহমত জানিয়েছেন। তিনি বলেছেন, “এই মুহূর্তে যত বেশি সম্ভব ল্যাবরেটরি গড়ে তোলা সম্ভব হবে, তত বেশি করে করোনা ভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে। যত বেশি সম্ভব মানুষের সুবিধা করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য।”