Vande Bharat Express: ত্রিপুরায় যেতে পারবেন বন্দে ভারত করেই, রেলের বড় ঘোষণা

Vande Bharat Express: ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে রেল হল সবথেকে বৃহত্তম মাধ্যম। বলা চলে এটি হল দেশের মেরুদন্ড। স্বল্প খরচে এবং অল্প সময়ে যেকোন প্রান্তে পৌঁছে যেতে পারবেন ভারতীয় রেলের সাহায্যে। শিরা উপশিরার মত গোটা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। সম্প্রতি রেলের পক্ষ থেকে করা হয়েছে অনেক বড় ঘোষণা, ত্রিপুরাগামী যাত্রীরা সহজেই পৌঁছে যেতে পারবেন নিজেদের গন্তব্যস্থলে। শীঘ্রই চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

আরো একটি রুটে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express)। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে চালু হয়ে গেছে বন্দে ভারত। হাওড়া স্টেশন থেকেও বিভিন্ন জায়গার বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ছে। কম সময় গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যাবে সাধারণ মানুষের কাছে এটি অনেক বড় বিষয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও একটি নতুন রুটে খুব তাড়াতাড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। যদি জানতে চান বিস্তারিতভাবে চোখ রাখুন এই প্রতিবেদনে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুরোধ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, যাতে রাজ্যের রাজধানী আগরতলা এবং আসামের গুয়াহাটির মধ্যে একটি বন্দে ভারত ট্রেন শুরু করা যায়। যদি বন্দে ভারত আগরতলা এবং গুয়াহাটির মধ্যে চলাচল করে, তাহলে যাত্রীদের জন্য স্বাভাবিকভাবেই বড় সুখবর হবে। যদি একবার এই ট্রেনটি (Vande Bharat Express) চালু হয়ে যায় তাহলে সুবিধা হবে দুই রাজ্যের মানুষের।

আরও পড়ুন: রেলের নিয়মে আসছে বদল, জেনারেল টিকিট কেটে ওঠা যাবে না যেকোন ট্রেনে

ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তর-পূর্ব রাজ্যে রেল-সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক আলোচনা করেছেন। বুধবার মুখ্যমন্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করেছেন তিনি। তাদের মধ্যে হওয়া বৈঠকে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) পরিচালনা, আন্তঃনগর ট্রেন পরিচালনা, ধর্মনগর-সাব্রূমের মধ্যে লোকাল ট্রেন পরিচালনা, জিরানিয়া-বোধজঙ্গনগর (শিল্প এলাকা) এবং ধর্মনগর-কৈলাশরের মধ্যে নতুন রেললাইন, আগরতলা-গুয়াহাটির মধ্যে কিষাণ রেল পরিচালনার মতো একাধিক উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে।

প্রথমে তিনি দেখা করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এবং ত্রিপুরার উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। মানিক সাহা বলেন, তিনি সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে নয়াদিল্লিতে তার বাসভবনে দেখা করেন এবং বিদ্যা জ্যোতি স্কুলের উন্নয়ন, মহিলা মহাবিদ্যালয়কে মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার বিষয়গুলো নিয়েও বৈঠক করেছেন।