প্রতি মাসে মিলবে ১.৫ লক্ষ টাকা, কেন্দ্রের এই স্কিমের অফার দারুণ

নিজস্ব প্রতিবেদন : অধিকাংশ মানুষেরই রুজি রোজগারের মাধ্যমে দৈনন্দিন জীবন চালানোর পাশাপাশি সঞ্চয়ের দিকে ঝোঁক রয়েছে। এই সঞ্চয়ের জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। সেই রকমই কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যাতে প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা করে পাওয়া যেতে পারে।

কেন্দ্র সরকারের এই প্রকল্পটির নাম হল National Pension Scheme (NPS)। এই প্রকল্প প্রবীণ নাগরিকদের নিরাপদ, ঝুঁকি বিহীন বিনিয়োগের পাশাপাশি দারুণ রিটার্ন দিয়ে থাকে। এই সকল সুবিধা যেকোনো নাগরিকের চিন্তামুক্ত অবসর জীবনযাপনের জন্য যথেষ্ট। এই প্রকল্পে দীর্ঘ মেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করা হয়ে থাকে।

এই প্রকল্পে বিনিয়োগ করা হয়ে থাকে equity-to-debt অনুপাতে। equity to debt অনুপাত হল 60:40। NPS-এ মাসিক ১০,০০০ টাকা ৩০ বছর ধরে বিনিয়োগ সম্ভব। NPS calculator অনুযায়ী কোন ব্যক্তি যদি এই অনুপাতে ৩০ বছর বিনিয়োগ করে থাকেন তাহলে তার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১,৩৬,৭৫,৯৫২ টাকা। যেখানে পেনশনের পরিমাণ হবে ৪৫ হাজার ৫৮৭ টাকা।

যদি বিনিয়োগকারী ২৫ বছরে ১,৩৬,৭৫,৯৫২ টাকা পরিকল্পনামাফিক তোলার পথ অবলম্বন করে থাকেন তাহলে তিনি প্রতি মাসে আরও ১ লক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। হিসাব অনুযায়ী ওই বিনিয়োগকারীর প্রতি মাসে প্রায় ১.৫ লক্ষ টাকা করে রিটার্ন আসতে শুরু করবে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, The Pension Fund Regulatory and Development Authority (PFRDA)-র অধীনে NPS প্রকল্প রয়েছে। সম্প্রতি এই প্রকল্পের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই সকল পরিবর্তনের মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের বিনিয়োগের নাম লেখানো এবং বের হওয়া। এখন এই প্রকল্পে প্রবেশের সর্বাধিক বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫।