‘বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ’, ভরা জনসভায় নুসরত

নিজস্ব প্রতিবেদন : নুসরত জাহান (Nusrat Jahan), এই একটি নামই যথেষ্ট। টিকটক ভিডিও থেকে রিলস, টলিউড থেকে রাজনীতি, কোথায় চর্চা হয় না তাকে নিয়ে। এসব ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এমন একজন অভিনেত্রী রাজনীতিক ফের একবার চর্চায় এলেন রবিবার। রবিবার মূলত একটি জনসভায় তার ভাষণকে ঘিরেই নতুন করে চর্চায় এসেছেন তিনি।

বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে নিয়ে রাজ্যের বাসিন্দাদের একাংশের পাশাপাশি বসিরহাটের একাংশদের ক্ষোভের শেষ নেই। এইতো দিন কয়েক আগেই তার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল এলাকায়। তবে পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই পুরাতন ভুলে নতুন করে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন নুসরত। অন্ততপক্ষে রবিবার একটি জনসভায় যেভাবে তাকে নতুন উদ্যমে দেখা গেল তা নিয়ে এমনটা বলাই বাহুল্য।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসিরহাট এক নম্বর ব্লকের সোলাদানা স্কুল মাঠে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের প্রস্তুতি সভায় এসেছিলেন নুসরত। আর সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বিরোধীদের কিভাবে হটাতে হবে সেই নিদান দিতে গিয়েই বেফাঁস মন্তব্য করলেন। তার সেই বেফাঁস মন্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন : ঈশান একমাত্র সন্তান নয়, নুসরতের রয়েছে আরও এক সন্তান, সামনে এলো ছবি

নুসরত জাহান মঞ্চে বক্তব্য রাখার সময় বলেন, “বাঁশ কঞ্চি নিয়ে বিরোধীদের তাড়া করতে হবে। কেউ যদি আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করেন, বাড়ির পিছনে বাঁশ কঞ্চি যা পাবেন সেটা নিয়ে দৌড় করাবেন।” এখানেই শেষ নয় এরপরই বিজেপি, কংগ্রেস সহ বিরোধীদের উদ্দেশ্য করে নুসরত জাহানকে বলতে শোনা যায়, “বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ দেবে এই পঞ্চায়েতে। তা সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক। আমাদের নেত্রী আমাদের সকলকে একসঙ্গে চলতে শিখিয়েছেন। এটা কি সিরিয়াল চলছে নাকি? এটা সিনেমা নয়, মানুষের জীবন। এখানে ভাগাভাগি, হিংসার জায়গা নেই। মানুষকে ভাল রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজও লড়াই করে যাচ্ছেন।”

শুধু তাই নয় এর পাশাপাশি নুসরত জাহান দাবি করেন, এর আগেও কঞ্চি বাঁশ নিয়ে তাড়া করেছিল বসিরহাটের মানুষ। তবে অভিনেত্রী তথা সাংসদের নুসরত জাহানের ভরা জনসভায় বিরোধীদের আটকানোর জন্য বাঁশ কঞ্চির যে নিদান তাকে দিতে দেখা গিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।