অহমদাবাদের মোতেরা স্টেডিয়াম বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে এক লক্ষ ৩২ হাজার মানুষ একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন। এবার আরও একটি বিশাল স্টেডিয়ামের পথে হাঁটছে ভারত। মুম্বইয়ে তৈরি হতে চলেছে এক লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, রাজ্য সরকার জমি বরাদ্দে সম্মতি দিয়েছে। লক্ষ্য, আগামী পাঁচ বছরের মধ্যেই এই স্টেডিয়ামের নির্মাণ সম্পূর্ণ করা। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ড উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানেই তিনি জানান, মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)-র পক্ষ থেকে নতুন স্টেডিয়াম তৈরির জন্য জমির অনুরোধ করা হয়েছিল।
আরও পড়ুন: শনিবার নিরামিষ খাওয়ার শুধু ধর্মীয় নয় আছে বৈজ্ঞানিক কারণও! জেনে নিন
সেই আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। খুব শীঘ্রই এমসিএ-কে প্রয়োজনীয় জমি বরাদ্দ করা হবে। ফড়ণবীস বলেন, “গত বছর অমল কালে ও অজিঙ্ক নায়েক আমার সঙ্গে দেখা করে জানিয়েছিলেন যে তাঁরা এক লক্ষ আসন বিশিষ্ট একটি নতুন স্টেডিয়াম গড়তে চান। আমি তাঁদের আশ্বাস দিয়েছিলাম, সরকার এই প্রকল্পে সহযোগিতা করবে। মহারাষ্ট্রের ক্রিকেট ঐতিহ্য এবং ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও যোগ করেন, “চার বছরের মধ্যে এমসিএ ১০০ বছরে পা দেবে। তার আগেই এই স্টেডিয়াম তৈরি হওয়া উচিত। সরকার সমস্ত প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।” এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক জানিয়েছেন, থানে জেলার আম্মে অঞ্চলকে স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদিও বিকল্প জায়গার কথাও ভাবা হচ্ছে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নিজেও এই প্রকল্পে আগ্রহী। আমরা যেখানে জমি পাব, সেখানেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলার প্রস্তুতি রয়েছে আমাদের।”