‘এক দেশ, এক কার্ড’, দুর্নীতিতে লাগাম টানতে কেন্দ্রের নয়া উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : রবিবার একটি অনুষ্ঠানে সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাসপোর্ট, আধার, ড্রাইভিং লাইসেন্স, নাগরিকের যাবতীয় পরিচয় সংক্রান্ত নথি আলাদা আলাদা না রেখে একটিই কার্ড করার প্রস্তাবের কথা।

অমিত শাহ ওই সংবাদসংস্থাকে বলেন, “আমরা কেন আধার, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এইসব আলাদা আলাদা কার্ড রাখবো। এই সকল পরিচয়পত্রের পরিবর্তে সব একসাথে একটিই কার্ড ব্যবহার করতে পারি না। যার জন্যই ডিজিটাল লোকগণনার প্রয়োজন রয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন এও জানান, ২০২১ সালের জনগণনায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। খাতা কলমের বদলে স্মার্টফোনের মাধ্যমে করা হবে জনগণনা। এমনকি কোন ব্যক্তির মৃত্যু করলে সঙ্গে সঙ্গে সেই তথ্য সক্রিয়ভাবে আপডেট হওয়ার মতো ব্যবস্থাও রাখা হবে।

তিনি বলেন, “দেশের ১৩০ কোটি মানুষ যেন এই সুবিধের কথা জানতে পারে। আদমশুমারি থেকে পাওয়া তথ্য থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক কার্যকলাপ এবং জনকল্যাণমূলক প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের উন্নতির জন্য জনগণনা থেকে পাওয়া তথ্য খুবই কাজে লাগবে।”

এক দেশ, এক ভাষার পর, এবার এক দেশ, এক কার্ড। সোমবার দিল্লিতে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (আরজিআই) এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান থেকে অমিত শাহের এমন পরিকল্পনার ঘোষণা। দেশের প্রত্যেক নাগরিকের জন্য মাল্টিপারপাস আইডি কার্ডের কথা ভাবা হচ্ছে।