‘পেঁয়াজ Song’, পেঁয়াজের দাম বাড়া নিয়ে বলিউড স্টাইলে গান

নিজস্ব প্রতিবেদন : শুনছেন কি! ‘পেঁয়াজ Song’। অবাক লাগছে, আর আপনি যদি গান ভালোবাসেন তাহলে তো আপনাকে শুনতেই হবে এই ‘পেঁয়াজ Song’। না না মশাই রসিকতা করছি না। পেঁয়াজের দাম তো আপনার জানেন। দিনের পর দিন বাড়ছে দাম। শুধু ভারতে বা পশ্চিমবঙ্গে নয়, একইভাবে পাল্লা দিয়ে দাম বাড়ছে অন্যান্য দেশেও। বাদ নেই ওপার বাংলাও। আর তা নিয়েই বলিউড স্টাইলে এই গান।

পেঁয়াজের দাম বাংলাদেশে বেড়েই চলেছে সেই জন্য বাংলাদেশে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ‘পেঁয়াজ Song’। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির অরিজিত সিং-এর গাওয়া বিখ্যাত গান ‘বালাম পিচকারি’ -এর সুরে তৈরি হয়েছে গানটি। তবে কথাগুলি সম্পূর্ণভাবে আলাদা মহা মূল্যবান পেঁয়াজকে কেন্দ্র করে। ৩০ টাকার পেঁয়াজ ৩৫০ টাকার হওয়ায় তাকে আমেরিকার পারমাণবিক বোমার সাথেও তুলনা করা হয়েছে গানে!

গানটি প্রকাশিত হয়েছে Robinerry পেজের তরফ থেকে। গানটির কথা লিখেছেন আতিফ হাসান বাপি এবং গানটি গেয়েছেন ও সুর বেছেছেন আমিন খান।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই গানটি।

বুঝুন তাহলে, পেঁয়াজ কিন্তু আর যে সে জিনিস নয়। মহার্ঘ্য এক দ্রব্যে পরিণত হয়েছে ‘পেঁয়াজ’।