Online Transaction: PhonePe, GPay তে অনলাইন পেমেন্ট করছেন! এই ভুল কখনোই করবেন না

Online financial transactions can bring danger to life: ভারত আর্থিক লেনদেনের (Online Transaction) ক্ষেত্রে অনেকটাই উন্নত হয়েছে। ডিজিটাল যুগে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে সব, তেমনি সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যুগে ছোট থেকে বড় সব দোকানেই আপনি দেখতে পাবেন UPI পরিষেবা। আশ্চর্যজনক হলো পান, সিগারেটের মতো দোকানেও কিউআর কোড থাকছে। এই দেশ আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি লাভ করেছে। সাধারণ মানুষ সহজেই UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারছেন। আপনি যদি চান শহরাঞ্চলের কোনো দোকানে নগদ না নিয়ে বেরিয়েও কেনাকাটা করতে পারেন। কিন্তু UPI-এর মাধ্যমে টাকা পেমেন্টের সময় সাধারণ গ্রাহকদের অবশ্যই কয়েকটি ব্যাপারে সচেতন হতে হবে। অন্যথায় সমস্যা হতে পারে।

সম্প্রতি ইন্টারনেট মানুষের কাছে সবকিছুই হাতের মুঠোয় এনে দিয়েছে কিন্তু সেই পরিমাণে বাড়ছে অনলাইনে প্রতারণার সম্ভাবনা। সাধারণ মানুষের আর্থিক ক্ষতির মূল কারণ অনলাইন জালিয়াতি স্ক্যামগুলি। অনলাইন পেমেন্ট (Online Transaction) যেভাবে দিনকে দিন বৃদ্ধির পাচ্ছে তার সঙ্গে প্রতারকেরাও ডিজিটাল ভাবেই ফ্রড করার সুযোগ পেয়ে যাবে। অনলাইন জালিয়াতদের খপ্পরে যদি আপনি পড়েন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ রূপে খালি হতে পারে।

বর্তমানে ডেটা চুরি, ফিশিং স্ক্যামের শিকার হচ্ছেন অনেক ব্যক্তিরা। এই ধরনের বিপদ এড়ানোর জন্য লেনদেনকারী সফটওয়্যারগুলোতে প্রচুর পরিমাণে অর্থও বিনিয়োগ করে। UPI ব্যবহারকারীরা অবশ্যই মাথায় রাখবেন কোনও ভাবেই যাতে UPI পিন কারও সঙ্গে শেয়ার করা না হয়। বিশেষজ্ঞরা আরো বলেছেন যে, কোন রকম অচেনা লিঙ্কে কখনোই ক্লিক করা উচিত না এতে বিপদের আশঙ্কা বাড়তে পারে।

ইউপিআই মাধ্যমে আর্থিক লেনদেনের (Online Transaction) জন্য স্মার্টফোন কিংবা ইন্টারনেট উভয়েরই প্রয়োজন হয়। ইউপিআই পিন কোন কারনে যদি হারিয়ে যায় সেটা অবশ্যই চিন্তার কারণ। কখনোই নিজের ইউপিআই পিন অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। UPI -এর একটি বড় অসুবিধা হল, এটি অতিরিক্ত ভাবে স্মার্টফোনের উপর নির্ভরশীল।

একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, UPI মাধ্যমে খরচের ফলে ব্যবহারকারীরা বেহিসাবি হিসাবে পরিমাণে খরচ করছে। অনেক ব্যবহারকারীরই বক্তব্য, এটি প্লাস্টিক মানি হওয়ার জন্য বেহিসাবি খরচ বেড়েছে। এটি খরচের বাঁধনকে আলগা করতে সাহায্য করে। একে ‘মানি ইউলিশন’ হিসেবেই দেখছেন অনেকে। ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের (Online Transaction) ফলে খরচের হিসাব রাখা খুবই মুশকিল হয়ে পড়ে। তাই খরচ বেশি হয়, হাতে টাকা একদমই থাকে না। বিশেষজ্ঞরা এই বিষয়টি কেউ বারবার নজর দিতে বলেছেন।