Birbhum: কথায় আছে মারা গেলে শান্তি পায় মানুষ কিন্তু মরেও যেন শান্তি নেই! কেননা এমনই একটি উল্টো ছবি ধরা পড়ল বীরভূমের এক গ্রামে।উল্টো চিত্র দেখতে পাওয়া ওই গ্রামটি হল খয়রাশোল ব্লকের মাটিয়ালা গ্রাম। কেন এমনটা? কেন এখানকার মানুষ মারা যাওয়ার পরেও শান্তি পাচ্ছেন না? সেই সমস্ত সূলুক সন্ধান নিয়ে আমরা হাজির আমাদের এই ভিডিওতে।
দীর্ঘদিন, বছরের পর বছর বেহাল রাস্তা, আর সেই বেহাল রাস্তার কারণে মরেও শান্তি পাচ্ছেন না বীরভূমের (Birbhum) মাটিয়ালা গ্রামের বাসিন্দারা। কেউ মারা গেলে নিয়ে যেতে হয় প্রায় এক কিলোমিটার দূরে কবরস্থানে। আর এই রাস্তা যেতেই নাজেহাল হতে হয় গ্রামবাসীদের। এই এক কিলোমিটার রাস্তায় কোন মৃতদেহ নিয়ে যেতে গেলে দুর্বিসসহ অবস্থা হয় গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি এই কবরস্থান যাওয়ার রাস্তা যেন ভালো করে দেওয়া হয়। কিন্তু তা আর হচ্ছে না আর সেই কারণেই গ্রামবাসীদের আক্ষেপ যেন মরেও শান্তি নেই আমাদের। শুধুমাত্র প্রতিশ্রুতি যেন সার হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে ভাঙন বাড়ছে, সম্পূর্ণ বন্ধ হল যান চলাচল, বাড়ছে দুর্ভোগ
প্রসঙ্গত, এই রাস্তাটা বীরভূমের (Birbhum) মাটিয়ালা গ্রাম থেকে ময়নাডাল গ্রাম পর্যন্ত গেছে। প্রায় তিন কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ। আর এই রাস্তার উপরেই পড়ে মাটিয়ালা গ্রামের কবরস্থান। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভোট আসে ভোট যায় নেতাদের আশ্বাস শুধু সার হয়ে যায়। কবে হবে নতুন রাস্তা প্রশ্ন গ্রামবাসীদের?