সামনে এলো বীরভূমের মাটিতে শুটিং হওয়া ‘পিপ্পা’ সিনেমার টিজার

নিজস্ব প্রতিবেদন : গত বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময় বীরভূমের মহম্মদ বাজার ব্লকের বৈদ্যনাথপুরে বড় বড় যুদ্ধ ট্যাংক নিয়ে হাজির হতে দেখা যায় বেশ কয়েকজন সেনার পোশাকে থাকা মানুষকে। এই ঘটনা নিয়ে প্রথম থেকেই কৌতূহল তুঙ্গে থাকার সঙ্গে সঙ্গে জানা যায়, সিনেমার শুটিং! সেই সিনেমার নাম পিপ্পা। এই সিনেমার সিজার সামনে এসেছে ১৫ আগস্ট।

রাজা কৃষ্ণ মেননের নির্দেশনা ১৯৭১ ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটকে ঘিরে তৈরি হচ্ছে এই সিনেমা। এই ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন মুম্বইয়ের জনপ্রিয় অভিনেতা ঈশান খট্টর। অন্যদিকে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন ম্রূনাল ঠাকুর। দ্য বার্নিং চাফিস-এর অনুকরণে এই সিনেমার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে জানা যায়।

এই সিনেমার নায়ক অর্থাৎ ঈশান খট্টরকে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর ৪৫ ক্যাভিলার ট্যাঙ্ক স্কোয়াডের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার ভূমিকায়। বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত বৈদ্যনাথপুরে এই সিনেমার শুটিং হওয়ার পাশাপাশি দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে সিনেমার এই শুটিং হওয়ার পর সিনেমায় সেই দৃশ্য কেমন হবে তা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম কৌতূহল। সিনেমার টিজারে সেই কৌতূহলের কিছুটা হলেও অবসান ঘটেছে, তবে পুরো সিনেমাটি দেখতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে চলতি বছর ডিসেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত। কারণ ওই দিন সিনেমাটি রিলিজ হতে চলেছে।

এই পিপ্পা সিনেমাটির প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা। ১৯৭১ সালে ভারত বাংলাদেশ-এর বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধের কাহিনী অনেকেই ভুলতে বসলেও সেই কাহিনীর মধ্যে গরিবপুরের যুদ্ধকে তুলে ধরা হয়েছে। ৪৫ ক্যালিভারির ১৪ পিটি-৭৬ ট্যাঙ্কের একটি স্কোয়াড্রনের সাহায্যে ১৪-পঞ্জাব ব্যাটেলিয়ন গরিবপুরের পাকিস্তানি দুর্গের ভিতর প্রবেশ করে। ১০৭ পাক পদাতিক বিগ্রেড তাৎক্ষণিকভাবে এই আক্রমণ প্রতিহত করে। তবে পঞ্জাব ব্যাটেলিয়ানের আগ্রাসী নীতির কাছে বেশিক্ষণ পাল্লা দিতে পারে নি পাক সেনারা।