দ্রুত হাতে আসছে ভ্যাকসিন, সর্বদলীয় বৈঠকে চরম আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাস থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় যেন ভ্যাকসিন। যে কারণে এই ভ্যাকসিন তৈরি পিছনে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিশ্বের বিজ্ঞানীরা। অন্যদিকে ভ্যাকসিনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন নাগরিকরাও। আর এমত অবস্থায় চরম আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে ভ্যাকসিন সম্পর্কে তিনি কোন আশার আলো দেখাতে পারেননি। তবে শুক্রবার সর্বদলীয় বৈঠকে আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সর্বদলীয় বৈঠকের প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিয়ে একপ্রকার ঘোষণা করেই দিলেন, কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে ভ্যাকসিন। এখন কেবল বিজ্ঞানীদের সবুজ সংকেতের অপেক্ষা। আর তারপরেই শুরু হয়ে যাবে টিকাকরণ।

এদিন দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বৈঠকে কংগ্রেস, তৃণমূল সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। এই বৈঠকে প্রত্যেকে হয়তো নিজেদের মতামত বলার সুযোগ না পেলেও প্রধানমন্ত্রী তাদের লিখিত আকারে নিজেদের মতামত জানানোর আবেদন করেন এবং প্রধানমন্ত্রী নিজে জানান সবার মতামতকে সমান ভাবে গুরুত্ব দেওয়া হবে।

আর এই বৈঠক শেষ হওয়ার মূহূর্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, “বর্তমানে ভারতে অন্তত আটটি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা ভারত সরকারের হাতে চলে আসবে। এর বিষয়ে বিজ্ঞানীরা সবুজ সঙ্কেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা, বয়স্ক মানুষদের আগে টিকা দেওয়া হবে। আমাদের বিজ্ঞানীরা অত্যন্ত আশাবাদী সফলভাবে টিকা’ তৈরির ব্যাপারে। এমনকি গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়।”