কেন্দ্রের মাথা ব্যাথা দ্রুত সংক্রমণ, ৭ রাজ্যের সাথে বৈঠকের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : হাজারো প্রচেষ্টা সত্ত্বেও ভারতে লাগাম ছাড়া যাচ্ছে না করোনা সংক্রমণে। দ্রুত হারে বেড়ে চলা এই সংক্রমণ এখন কেন্দ্রের মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে দেশের বেশ কয়েকটি রাজ্য। এমনকি বেশ কয়েক জায়গায় স্থানীয়ভাবে লকডাউন জারিও করা হয়েছে। কিন্তু ফলাফল কোন দিকে এগোবে তা এখনো অজানা। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের ৭ রাজ্যের সাথে বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে।

দেশের যে ৭ রাজ্য উদ্বেগ সৃষ্টি করেছে সেগুলি হল মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ু। পাশাপাশি সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে ছত্তিশগড়ের রায়পুরও। ইতিমধ্যেই এই জেলায় প্রশাসনের তরফ থেকে সাত দিনের লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য সুখবর এটাই যে এখানকার সুস্থতার হার। এই পরিস্থিতিতে দেশের এই ৭ রাজ্য যাদের নিয়ে দিনের পর দিন উদ্বেগ বেড়ে চলেছে সেই সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

তবে এখনো পর্যন্ত বৈঠক সম্পর্কে সরকারিভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে এই বৈঠক হতে পারে এই মাসের ২৩ তারিখ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসের ১১ তারিখ দেশের ১০ টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, গুজরাট, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। যে বৈঠকে ওই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছিল।

বিগত কয়েক দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। ইতিমধ্যেই দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছুঁইছুঁই। এমনকি গত ২৪ ঘণ্টাতেও ৯২ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।