PM Narendra Modi: প্রধানমন্ত্রী পদে আর দেখা যাবে না মোদীকে! সেপ্টেম্বর মাসেই তার অবসর

প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা পড়লো নাগপুরে সঙ্ঘের প্রধান কার্যালয়ে। একবারে তার পরের দিন আসতে না আসতেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত করা দাবি ঘিরে এই আশঙ্কাই করা হচ্ছে যে সঙ্ঘের দরবারে গিয়েও আদতে কোনও লাভ হয়নি। তার কথা থেকেই স্পষ্ট, ‘নরেন্দ্র মোদি সেপ্টেম্বর মাসের পর থেকে প্রধানমন্ত্রীর পদে থাকবেন না।’

কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তিনি?
‘চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নরেন্দ্র মোদি ৭৫ বছর বয়সে পা দিতে চলেছেন। তার নিজ তৈরি করা অঘোষিত জালেই জড়িয়ে পড়েছেন তিনি। এবার অন্য কেউ তাঁর স্থলাভিষিক্ত হবেন’ এমনটাই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত মন্তব্য করেছেন।

আরও পড়ুন: Audi India : দুর্দান্ত পারফরম্যান্স, বিলাসবহুল গাড়ির বিক্রিতে উত্থান অডির

তিনি আরও বলেন, ‘বিগত ১০বছর কেটে গেছে কিন্তু একবারও নাগপুরে আরএসএস দপ্তরে পা পড়েনি মোদীর। হঠাৎ করে এবছর কেন? এর আসল কারণ হল আরএসএস থেকে মোদীর রাজনীতির ময়দানে পথ চলার সূচনা হয়েছিল। এই সঙ্ঘ তাকে প্রধানমন্ত্রীর আসনে পৌঁছতে বড় ভূমিকা পালন করেছিল। তাই শেষবারের মতো তিনি হয়তো তার অবসরের আবেদনপত্র জমা দিতেই সঙ্ঘের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন।”

প্রসঙ্গত, নয়ের দশক নাগাদ শিবসেনা এবং বিজেপির জোটযাত্রা শুরু হয়েছিল। সেসময় বালাসাহেব থ্যাকারে এবং লালকৃষ্ণ আদবানি এই দুই প্রধানের সম্মিলিত প্রচেষ্টার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়। অনেক পরিস্থিতি আসা সত্ত্বেও জোট মজবুত ছিল। তবে সম্পর্কে চির ধরতে শুরু করে কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর। ২০১৯ সালের বিধানসভা ভোটের পর ‘অসম্মানিত’ শিবসেনা জোট সম্পর্ক নষ্ট করে বিজেপির সঙ্গে।

তবে বহু বছর সম্পর্ক সুদৃঢ় থাকার কারণে মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা এবং আরএসএসের মিলিত রসায়ন ছিল চোখে পড়ার মতো। সেই কারণেই সঙ্ঘ কী করতে পারে তাদের সম্পর্কে বেশ জ্ঞান রয়েছে শিবসেনার। সঞ্জয় রাউত তার বলা মন্তব্যের মাধ্যমে এমনটাই স্পষ্ট করেছেন। তার কথায়, ‘আমাদের কাছে নিশ্চিত খবর রয়েছে যে আরএসএস এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদের জন্য অন্য কোনও মুখের সন্ধান করছে। সেপ্টেম্বর মাসের পর মোদিকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চায় না তারা।’

এখানেই থামেননি তিনি। তিনি দাবি করেছেন, ‘মোদির পরে যিনি প্রধানমন্ত্রীর পদ সামলাবেন তিনি নাকি মহারাষ্ট্র থেকেই নির্বাচিত হবেন।’ যা নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। তার এই দাবির তীব্র নিন্দা করে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘ নরেন্দ্র মোদী আমাদের নেতা। পরবর্তী সময়ে তাকেই প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে। ২০২৯ সালে আবারও মোদীকেই প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। তাই শিবসেনা এই মন্তব্য করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। যা কোনও অংশে সত্য নয়।’