Shakira: বড় বিপাকে শাকিরা, এই কারণে ২১৮ কোটি টাকা জরিমানার পরও হতে পারে জেল!

Pop singer Shakira may be jailed after the fine: ২০২২ সাল মোটেই ভালো কাটেনি স্প্যানিশ পপ তারকা শাকিরার (Shakira)। ১১ বছর ধরে তার সম্পর্ক ছিল ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। এই সম্পর্কের ভাঙ্গনে বড়ই মর্মাহত এই স্প্যানিশ তারকা। সবেমাত্র তিনি এই ঝড়ঝাপটা সামলে নিজেকে কিছুটা স্থির করেছেন এবং তার মধ্যেই সম্মুখীন হয়েছেন আইনি জটিলতার। সূত্র মারফর জানা গেছে যে, বেশ কয়েক বছর ধরে তিনি কর ফাঁকি দিচ্ছিলেন যার জন্য তাকে গুনতে হবে বড় মাশুল।

জানলে আশ্চর্য হবেন বিগত কয়েক বছরের গড় ফাঁকি দেওয়ার জন্য এই জনপ্রিয় স্প্যানিশ পপ তারকাকে জরিমানা দিতে হবে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ২১৮ কোটি টাকা। কিন্তু শুধুমাত্র জরিমানা দিলেই রেহাই পাবে না শাকিরা (Shakira)। সম্ভবত কর ফাঁকি দেওয়ার জন্য তাকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে।

এই বিষয়ে কি জানিয়েছে স্প্যানিশ সরকার? ২০১৮ সালে এই অংকের টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকা শাকিরার (Shakira)। প্রায় পাঁচ বছর ধরে তিনি স্প্যানিশ সরকারকে কোনরকম কর প্রদান করেননি। সেই কারণে সাতক্ষীরার বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে স্পেন সরকার। তিনি শুধুমাত্র কর ফাঁকি দিয়েছেন তা নয় ভুয়ো একটি সংস্থার নাম করে এই কর না দেওয়ার চেষ্টা করেছেন। বার্সেলোনার স্প্যানিশ কর্তৃপক্ষ মায়ামিতে শাকিরার আইনি সহকারীদের তার বিরুদ্ধে ওঠা কর ফাঁকি দেওয়ার অভিযোগ সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছুই জানায়।

শোনা যাচ্ছে, ২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন শাকিরা। সেই আইনি ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। স্প্যানিশ আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটান সেক্ষেত্রে বসবাসকারীদের কর দিতে হয়। যখন তার ফুটবলার পিকের সঙ্গে সম্পর্ক ছিল বেশিরভাগ সময় তিনি থাকতেন বার্সেলোনায়। কিন্তু পরে সম্পর্ক ভেঙে যেতে তিনি নাকি মায়ামিতে চলে যান। তবে শাকিরার (Shakira)স্থায়ী বাড়ি রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাতে।

বার্সেলোনার আইনজীবী এই বিষয়ে আদালতে আবেদন করেছেন যাতে এই ঘটনার কারণে শাকিরাকে জেলে যেতে হয়। তথ্য অনুযায়ী তিনি বিশাল অংকের গড় ফাঁকি দিয়েছেন তাই তাঁর প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা। আবার আইনজীবীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে শাকিরার জনসংযোগ টিম জানিয়েছে, শাকিরা যে পরিমাণ কর দেননি তা ইতিমধ্যেই তিনি মিটিয়ে দিয়েছেন এবং পাশাপাশি সুদও দিয়েছেন। তাঁদের আইনের উপর তার আস্থা রয়েছে।