মনিরুল ইসলামের বিরুদ্ধে পোস্টার লাভপুরে

নিজস্ব প্রতিবেদন : লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ২০১৯ সালে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। এর পর দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি অন্তরালে ছিলেন। তবে হঠাৎ বিধানসভা নির্বাচনের আগে তাকে বৈঠক সারতে দেখা যায় রাজ্য বিজেপির সদর দপ্তরে এবং ঠিক তার পরেই তিনি প্রত্যাবর্তন করেন নিজের এলাকায়। ভোটের আগে এমন প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, মনে করা হচ্ছে প্রার্থী হিসাবে তাঁর অথবা তাঁর পরিবারের কোন সদস্যের নাম উঠে আসতে পারে।

আর এই জল্পনা শুরু হতেই শনিবার লাভপুরে বিজেপির দলীয় কার্যালয়ের দেওয়ালে মনিরুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু পোস্টার লক্ষ্য করা গেল। যেসকল পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে এলাকা। পোস্টার ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। যদিও এই ঘটনা তৃণমূলের চক্রান্ত এবং তৃণমূল এমন চক্রান্ত করে এলাকার বিজেপি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন ভুলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

পোস্টারে কি লেখা রয়েছে?

লাভপুর বিজেপির সাধারণ কর্মীবৃন্দ নামাঙ্কিত এই পোস্টারে দাবি করা হয়েছে, ‘খু’নি মনিরুল হটাও বিজেপি বাঁচাও’। কোন পোস্টারে আবার লেখা রয়েছে, ‘প্রাইমারী চাকরির নামে বেকারদের কাছে লক্ষ লক্ষ টাকা লুটের মনিরুল তােমায় মানছি না মানবাে না’, আবার পুনরায় লেখা রয়েছে, ‘মনিরুল মুক্ত লাভপুর চাই’। আর বিজেপির দলীয় কার্যালয়ের গায়েই এমন পোস্টার স্বাভাবিকভাবেই মনিরুল বিরোধী নানান প্রশ্ন তুলছে।

[aaroporuntag]
ঘটনাকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের চক্রান্ত বলে দাবি করার পাশাপাশি জানিয়েছেন, “রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এমন কাজ করেছে। তারা আমাদের কর্মীদের বিভ্রান্ত করতে চাইছে। মনিরুল ইসলামকে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব দলে নিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। আমরাও তাদের পথেই মনিরুল ইসলামকে স্বাগত জানাচ্ছি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।”