জমে ক্ষীর পৌষমেলা! স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, রইল টাইমটেবিল

কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলায়। শীতের কনকনে ঠাণ্ডায় যখন জমে ক্ষীর পৌষ মেলা, তখন তাতে আরও একটু আনন্দ ভরে দিল পূর্ব রেল। কেননা পূর্ব রেল এবার পৌষ মেলার জন্য স্পেশ্যাল ট্রেন দিল। হ্যাঁ মেলার দ্বিতীয় দিন থেকে চালু হল এই স্পেশ্যাল ট্রেনটি। পৌষ মেলাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন শান্তিনিকেতনে। পর্যটকদের এই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই পূর্ব রেলের তরফ থেকে চালু করা হয়েছে পৌষ মেলা স্পেশাল ট্রেন।

পূর্ব রেল সূত্রে জানা গেছে, এই বিশেষ ট্রেনটি ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। আর ফলে মেলা দেখতে আসা পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। মেলা প্রাঙ্গণে আসা পর্যটকেরা জানিয়েছেন, পৌষ মেলার সময় সাধারণ ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড় থাকে। সেই কারণে যাত্রাপথে ভোগান্তির শিকার হতে হয়। তবে বিশেষ এই ট্রেন চালু হওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে ও আরামদায়কভাবে শান্তিনিকেতনে পৌঁছাতে পারছেন।

আরও পড়ুনঃ বড়দিনে সিউড়ির লাল গির্জায় বিশেষ আকর্ষণ বিশেষ স্যান্টাক্লজ

ট্রেনের সময়সূচি সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং
বোলপুর শান্তিনিকেতন পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। অন্যদিকে বোলপুর থেকে ছাড়বে সকাল ১১টা ৫০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। পৌষ মেলার বাকি দিনগুলিতেও এই বিশেষ ট্রেন চলাচল করায় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল, পাশাপাশি পর্যটকদের সুবিধা হবে তা নিয়েও কোনো সন্দেহ নেই।