পৌষ মেলার শেষ রাতে মেলা প্রাঙ্গণে হাজির হয়ে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিলেন কাজল শেখ

দেখতে দেখতে চলতি বছরের পৌষ মেলা শেষ হয়ে গেল। ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া পৌষ মেলার সমাপ্তি হয় ২৮ ডিসেম্বর অর্থাৎ রবিবার। আর এই পৌষ মেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণে হাজির হয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে।

মূলত গ্রীন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী মেলার আয়োজন করা হয়েছিল ছয় দিনের জন্য। এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট এবং বীরভূম জেলা প্রশাসন এমনভাবে মেলার প্রস্তুতি নিয়েছিল যাতে কোন মামলা আদালতে না গড়ায়। আর সেই মতো মেলা শেষ হয়ে যাওয়ার পরেও যেন কোন ব্যবসায়ীরা মেলা প্রাঙ্গণে থেকে বিক্রিবাটা না করেন তার জন্যই মেলার শেষ রাতে চরম তৎপর হতে দেখা গেল প্রশাসনকে। ঐতিহ্যবাহী মেলার ঐতিহ্যকে বজায় রাখতেই মূলত কাজল শেখের এমন হুঁশিয়ারি।

আরও পড়ুনঃ কুয়াশার চাদরে মুড়ে হু হু করে নামবে তাপমাত্রা! জারি হল সতর্কতা, দেখুন আজকের আবহাওয়া

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন মেলা প্রাঙ্গণে হাজির হয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে মাইকিং করে মেলায় আগত দর্শনার্থী এবং ব্যবসায়ীদের রাত বারোটার পর মেলা প্রাঙ্গণ ছেড়ে দেওয়া ও দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। যে সকল ব্যবসায়ীরা এই নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে এবং পরের বছর মেলায় স্টল দিতে দেওয়া হবে না।