Prediction about PM Modi: অক্ষরে অক্ষরে মিলে গেছে ইউক্রেন যুদ্ধ থেকে কেজরির গ্রেফতারি! এবার সেই জ্যোতিষীই শোনালেন মোদির ভবিষ্যদ্বাণী

The Prediction of astrologer whether PM Modi is going to return to Masanad again: গোটা দেশ এখন মজে আছে আগামী নির্বাচন নিয়ে। একদিকে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, অপর দিকে রয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোট। কিন্তু কে দখল করবে দিল্লির মসনদ? তাই নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ? এই বিষয় নিয়ে কি বলছে জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ? তিনি অনেক আগেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। এমনকি কেজরিওয়ালও যে গ্রেপ্তার হবেন, সেই ব্যাপারেও তিনি আগাম বার্তা দিয়েছিলেন। নরেন্দ্র মোদী সম্পর্কে (Prediction about PM Modi) কি ভবিষ্যৎবাণী করেছেন এই জ্যোতিষী?

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদিচ্যুত হবার ঘটনা সম্পর্কেও তিনি আগাম ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন, আশ্চর্যজনকভাবে বিষয়টিও হুবহু মিলে গেছিল। আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ। কি লেখা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্যে (Prediction about PM Modi)? জানলে অবাক হবেন তিনি ভবিষ্যৎবাণী করেছেন পাক অধিকৃত কাশ্মীরের ভবিষ্যত নিয়েও। এই বিষয়ে নিয়ে রীতিমত উত্তেজনা তুঙ্গে।

জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ গত শনিবার রাত ১১টা নাগাদ এক্স হ্যান্ডেলে একটি ভবিষ্যতবাণী করেছেন। জ্যোতিষ শাস্ত্র মতে , বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর মঙ্গলের মহাদশা চলছে (Prediction about PM Modi)। বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়ে নজর দেবার প্রয়োজন আছে। কি বলছেন জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ?

আরও পড়ুন 👉 Baba Vanga: ২০২৪ নিয়েও যা বলেছিলেন মিলে যাচ্ছে, দেখে নিন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

অনুমান করা হচ্ছে ২০২৫ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর হবে ভারতের অংশ। পাশাপাশি তিনি বলেন যে, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি (Prediction about PM Modi) আবারো ক্ষমতায় আসতে চলেছেন, এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করেছেন তিনি। সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৭ সালে হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন যোগী আদিত্যনাথ।

রাশিয়া-ইউক্রেন থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, এমনকি অরবিন্দ কেজরিওয়ালকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ। তার করা ভবিষ্যৎবাণী অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাসে অপ্রত্যাশিত ধাক্কার মুখোমুখি হবে কেজরিওয়ালকে। এই মাসেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে হয় তাঁকে। সর্বক্ষেত্রে যে তার ভবিষ্যৎবাণী হুবহু মিলবে এমনটা নয়। তিনি গত বিধানসভা নির্বাচনে বলেছিলেন, বাংলায় তৃণমূল পতন অবশ্যম্ভাবী। কিন্তু তাঁর সেই গণনাক বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয়বার সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।