Baba Vanga: ২০২৪ নিয়েও যা বলেছিলেন মিলে যাচ্ছে, দেখে নিন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Even in 2024, the prediction of Baba Vanga is matching: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভবিষ্যত বক্তা বাবা ভাঙ্গা (Baba Vanga) এমন একজন ভবিষ্যত বক্তা, যার কথা এর আগেও বিশ্বের বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে মিলে গেছে। ২০২৪ সালের ভবিষ্যত নিয়েও বলে গিয়েছিলেন তিনি। তার নাম বাবা হলেও আসলে তিনি একজন মহিলা ছিলেন। তিনি বুলগেরিয়ার বাসিন্দা। তার জন্ম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা সুরচেভা। ভালো নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা গুশতেরোয়া। তিনি দৃষ্টিহীন হলেও ভবিষ্যত দর্শনের বিশেষ ক্ষমতা ছিল তার। এর আগেও তার অনেক ভবিষ্যৎবাণী মিলে গেছে বলে দাবি করেন তার ভক্তরা। ২০২৪ সাল নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলিও মিলে যাচ্ছে বলেই জানা যাচ্ছে।

১) বাবা ভাঙ্গা (Baba Vanga) বলেছিলেন ২০২৪ সালে উপগ্রহের কক্ষপথ পরিবর্তিত হবে। এই পরিবর্তন এর কারণে সমগ্র বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় প্রভাব বিস্তার করবে। এছাড়াও তিনি বলেছিলেন বায়োলজিক্যাল আগ্নেয়াস্ত্রের পরীক্ষা বা আক্রমণ, হামলা ইত্যাদি বাড়বে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI এর মতো কিছু বিশ্বে প্রভাব বিস্তার করবে। এই ঘটনা বাস্তবেও দেখা যাচ্ছে।

২) বাবা ভাঙ্গা (Baba Vanga) ২০২৪ সালের ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন এই বছর আলঝাইমার্স এবং ক্যানসার নিরাময়ের নতুন ওষুধ আবিষ্কার হবে। গত ১৪ ফেব্রুয়ারি তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন “ক্যানসার ভ্যাকসিন তৈরির ব্যাপারে আমরা এক মাইলস্টোনে পৌঁছেছি”। বাকি রয়েছে আলঝাইমার্স, সেটি নিয়ে দ্রুত গতিতে কাজ চলছে অর্থাৎ এই বিষয়েও তার ভবিষ্যৎবাণী মিলতে চলেছে।

আরও পড়ুন 👉 2024 Horoscope of Mamata Banerjee: মোদিকে টেক্কা দেবে মমতা! লোকসভায় কত আসন পাবে তৃণমূল! দেখে নিন ভবিষ্যদ্বাণী

৩) বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন সাইবার হামলার মতো ঘটনা এই বছর বৃদ্ধি পাবে। বর্তমানেও তাই ঘটছে। বিভিন্ন দেশে সামরিক সস্থা থেকে শুরু করে আমজনতার ব্যাঙ্ক আকাউন্ট, কোন দেশের পাওয়ার গ্রিড থেকে শুরু করে কোন শহরের জল প্রকল্পের প্ল্যান্টও বর্তমানে সাইবার হ্যাকারদের অধীনে পৌঁছে যাচ্ছে।

৪) বাবা ভাঙ্গা (Baba Vanga) বলেছিলেন ২০২৪ সালে সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের কবলে পড়বে। ভৌগোলিক উত্তেজনা থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষমতার হস্তান্তর, ঋণের মাত্রা বৃদ্ধি ইত্যাদি কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে এরকম ঘটনাও দেখা যাচ্ছে। সম্প্রতি জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের থেকে ছিটকে চতুর্থ স্থানে চলে গেছে। ব্রিটেনও নিজের অবস্থান ধরে রাখতে না পেরে কয়েক ধাপ নেমে গেছে।