গঙ্গাসাগরে আগত পুন্যার্থীদের কোনো অসুবিধাই হবে না, ১৩ ব্যবস্থা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন : জানুয়ারি মাসে প্রতিবছরের মতো এই বছরও গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান। গঙ্গাসাগর মেলায় প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়। প্রতিবছরই প্রশাসনিক ভাবে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এই বছর প্রশাসনের তরফ থেকে ১৩ ব্যবস্থা করা হয়েছে যা আগত পুণ্যার্থীদের কোন ভাবেই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না।

১) গঙ্গাসাগর মেলায় থাকছে সিঙ্গেল টিকিটের ব্যবস্থা।

২) ব্যবস্থা থাকছে ২২৫০ টি সরকারি বাসের এবং ৫০০টি বেসরকারি বাসের।

৩) পুণ্যার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য প্রতিটি বাসেই থাকবে সাগরবন্ধু।

৪) হাওড়া এবং শিয়ালদহ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর আরজি রেলকে জানাবেন মুখ্যমন্ত্রী।

৫) স্বাগত পুণ্যার্থীদের নিরাপত্তা এবং অন্যান্য পরিষেবার কথা মাথায় রেখে রাখা হচ্ছে ১০০টি অ্যাম্বল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স।

৬) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানো হবে।

৭) মেলার নিরাপত্তার নজরদারিতে থাকবে মেগা কন্ট্রোলরুম।

৮) ১১৫০ টি সিসিটিভি ক্যামেরা থাকার পাশাপাশি ড্রোনের সাহায্যে নজরদারি চালানোর ব্যবস্থা রাখা হচ্ছে।

৯) মেলায় ১০টি পার্কিং জোন এবং ১১টি বাফার জোন রাখা হবে।

১০) ব্যবস্থা থাকছে ৩২টি ভেসেল, ২১টি জেটি, ৪টি বার্জ, ১০০টি লঞ্চের।

১১) অগ্নিসংযোগের ঘটনায় বড় দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য অস্থায়ীভাবে তৈরি করা হবে ১০টি দমকল কেন্দ্র এবং সেখানেই থাকবে ২৫টি ইঞ্জিন।

১২) মেলায় যাতায়াতের বিভিন্ন কেন্দ্রীয় নজরদারি চালাবেন খোদ মন্ত্রীরা।

১৩) ই-স্নান, ই-দর্শন ও ই-পুজোর বন্দোবস্ত এবারও থাকছে অন্যান্য বছরের মত।