মাসে মাসে লাখ লাখ, পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন, আগে কত ছিল? এখন কত হলো?

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যে সকল জনপ্রতিনিধিরা জয় যুক্ত হন তাদের বিধায়ক (MLA) বলা হয়। দেশের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রয়েছে বিধানসভা এবং বিধানসভা অঞ্চল। পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) মোট আসন সংখ্যা হল ২৯৪। এই সকল বিধানসভা আসনে জয়লাভ করা প্রতিটি বিধায়কদের এখন বেতন বেড়ে এক লাখ টাকার বেশি হয়ে গেল।

রাজ্যের প্রতিটি বিধায়ক তথা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ভাতা বৃহস্পতিবার বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে রাজ্যের প্রতিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধি করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাতা বৃদ্ধি করেননি। এদিন যে ভাতা বৃদ্ধি করা হয়েছে সেই বর্ধিত ভাতা রাজ্যের বিরোধী থেকে শুরু করে শাসক দলের প্রত্যেক বিধায়করা পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বেতন নেন না এবং তিনি একেবারেই সাধারণভাবে জীবনযাপন করেন। তিনি তার জীবনযাপন করার জন্য তার লেখা বিভিন্ন বইয়ের রয়েলটি এবং ছবি এঁকে যা টাকা পান সেখান থেকেই সব হয়ে যায় বলেই বারবার দাবি করতে দেখা গিয়েছে তাকে। বৃহস্পতিবার ভাতা বৃদ্ধির পর এখন কত টাকা বেতন হলো রাজ্যের বিধায়কদের?

এর আগে পর্যন্ত রাজ্যের বিধায়করা ১০০০০ টাকা ভাতা হিসাবে পেতেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই ভাতা বাড়ল ৪০ হাজার টাকা। অর্থাৎ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫০ হাজার টাকা। এর আগে রাজ্যের পূর্ণ মন্ত্রীদের ভাতা সহ বেতন ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। ভাতা বৃদ্ধির পর এখন বেতন দাঁড়ালো ১ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের ভাতা সহ মোট বেতন ছিল ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবার ভাতা বৃদ্ধির পর তা দাঁড়ালো ভাতা সহ ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।

রাজ্যের অন্যান্য বিধায়করা এতদিন পেতেন ভাতা সহ ৮১ হাজার টাকা। এখন ভাতার পরিমাণ বৃদ্ধি করে দেওয়ার পর প্রত্যেক বিধায়করা প্রতি মাসে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই নিয়ে দুবার বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হলো। স্বাভাবিকভাবেই এক ধাক্কায় ৪০ হাজার টাকা ভাতা বৃদ্ধি পাওয়ায় খুশি বিধায়করা।