পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বেসরকারি বাস, আহত যাত্রীরা

লাল্টু : দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। দুর্ঘটনার এই ঘটনায় বাসের চার জন যাত্রী আহত হয়েছেন। যাদের ইতিমধ্যেই হাসপাতলে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

মহা পঞ্চমীর সকালে এমন বাস দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত আলম বাবা মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় যাত্রীদের উদ্ধার করা হয়। আহত যাত্রীদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

স্থানীয় বাসিন্দা এবং বাসের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন এই বাসটি আসানসোল থেকে রওনা দিয়েছিল রামপুরহাট যাওয়ার জন্য। কিন্তু ১৪ নম্বর জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ।

বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসে বসে থাকার সময় হঠাৎ বিকট আওয়াজ হয়। তারপরেই দেখতে পাওয়া যায় রাস্তার উল্টোদিকে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরেছে বাসটি। কেউ কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা ঘটে যায়। যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে যাওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এমন দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য বিষয় হলো, বাসটি যেভাবে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরেছে তাতে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে, বাসটি নিজের রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের রাস্তায় চলে আসে। তারপরেই এমন দুর্ঘটনা ঘটে। যদিও কি কারণে অর্থাৎ চালকের গাফিলতি অথবা যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা ঘটল তা স্পষ্ট নয়। ঘটনার পরেই বাসটিকে আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ, যদিও চালক এবং খালাসী প্রত্যেকেই পলাতক।