অভিযোগ না অভিমান! শ্রীলেখার মন্তব্য নিয়ে অবেশেষে মুখ খুললেন প্রসেনজিৎ

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগ উঠে এসেছিল সিনেমা ইন্ডাস্ট্রিতে (Bollywood)। সেই সময় স্বজনপোষণের গুঞ্জন শোনা গেছিলো টালিগঞ্জ ফিল্ম (Tollywood) ইন্ডাস্ট্রিতেও। সেই সময় একটি ভিডিওতে বুম্বাদার বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) তখন সে নিয়ে মুখ না খুললেও সম্প্রতি জানালেন নিজের প্রতিক্রিয়া।

একটা সময় একা দাপিয়ে বেড়িয়েছেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর নিন্দুকেরা বলেন, অনেক প্রতিভাকেই নাকি উঠতে দেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? এই প্রশ্নের উদ্যোগ দিতে গিয়েই উঠে আসে পুরোনো বিষয়টি। প্রসেনজিত বলেন, এমন অভিযোগ তিনিও আগেও শুনেছেন। তবে কারোর কি সত্যিই ক্ষমতা থাকে প্রতিভা থাকলে তাঁকে উঠতে না দেওয়ার? তিনি আরো বলেন, কেউ যদি সফলতা দেয়, দর্শকের যদি ভালো লাগে, হলে যদি লোক আসে, তাহলে তার উপরে ওঠা কেউ আটকাতে পারে না।

এই প্রসঙ্গেই নানান বিষয়ে কথার উত্তর দিতে গিয়ে শ্রীলেখার অভিযোগের প্রসঙ্গ উঠে আসে। তারপর প্রসেনজিত বলেন, শ্রীলেখার তার বিরুদ্ধে অভিযোগটা বোধহয় অভিমান। তিনি তারপর বলেন, শ্রীলেখা অসম্ভব ভালো অভিনেত্রী, তিনি তাকে শ্রদ্ধা করেন যথেষ্ট। আর শ্রীলেখাও তাকে রেসপেক্ট করে, কিন্তু ওই কথাটা হয়তও কোনও অভিমান থেকে বলেছে শ্রীলেখা। তবে এই নিয়ে শ্রীলেখার প্রতি কোনও রাগ, দুঃখ নেই বলেও জানান বুম্বাদা।

প্রসেনজিত চট্টোপাধ্যায় বলেন, ১৪ বছর তিনি আর ঋতুপর্ণা একসঙ্গে কাজ করেন নি। তখন রচনা আর তিনি ৩৫টা ছবি করেন। অর্পিতাও সেই সময় সুপারহিট ছবি দিয়েছে তার সাথে, পরে অবশ্য নিজের সিদ্ধান্তেই অর্পিতা সিনেমা থেকে সরে যায়। এছাড়া ইন্দ্রাণী হালদারের সঙ্গে ২৫টা ছবি করেছিলেন তিনি। তারও আগে শতাব্দী-প্রসেনজিত সুপারহিট জুটি ছিল।

কিন্তু সব জুটির মধ্যে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে মানুষ ভালোবাসা দিয়েছেন বেশি। আর এতদিন ধরে মনে রেখেছেন, সেটা একটা ম্যাজিক। এরপর ১৪ বছর পর একসাথে আবার কাজ করার পর তার মনে হয় সত্যিই এই জুটিতে ম্যাজিক আছে। এছাড়াও তিনি বয়সে ছোটো অনেকের সাথেই কাজ করেছেন। কিন্তু কখনোই তিনি স্বজনপোষণ করেননি বলে জানান।