মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু (Murshidabad Migrant Worker Death) ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙায়। ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছেন আলাউদ্দিন শেখ। পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রামবাসীরা ফুঁসে উঠেছেন। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। রেলপথও বন্ধ করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ শ্রমিক মৃত্যুর এই ঘটনা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
ঝাড়খণ্ডে মৃত্যু বেলডাঙার শ্রমিকের
আলাউদ্দিন শেখ, বয়স ৩৫, বেলডাঙার সুজাপুর তাঁতলাপাড়ার বাসিন্দা। তিনি ঝাড়খণ্ডে ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গলায় দড়ি বাঁধা ছিল। কিন্তু পরিবার বিশ্বাস করে না এটা আত্মহত্যা। তারা বলছে, স্থানীয়রা বাংলা ভাষা শুনে তাঁকে বাংলাদেশি ভেবে মারধর করেছে। এমনকী, মুসলিম পরিচয়ও কারণ হতে পারে। পিতা লেকবাস শেখ বলেছেন, “আমার ছেলে কোনও দোষ করেনি। শুধু বাংলা বলায় তাকে মারা হলো।” ঝাড়খণ্ড পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি।
জাতীয় সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ
দেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। লালগোলা-শিয়ালদহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, “পূর্ণ তদন্ত না হলে আমরা ছাড়ব না।” এই মুর্শিদাবাদ শ্রমিক খুনের ঘটনায় রাজনৈতিক দলগুলোও সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে, কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুনঃ হার্টের রোগ ঠেকাতে স্মার্ট প্রযুক্তি! অভিনব আয়োজন সিউড়ির সংস্থার, বিনামূল্যে হলো শিবির
পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যান। মুর্শিদাবাদের মতো এলাকায় দারিদ্র্যের কারণে এটা সাধারণ। কিন্তু ঝাড়খণ্ড, অসমের মতো জায়গায় বাঙালিদের উপর হামলার ঘটনা বাড়ছে। সম্প্রতি নদিয়ার চাকদায়ও বেলডাঙার শ্রমিকদের মারধর করা হয়েছে। তারা অভিযোগ করেছেন, “জয় শ্রী রাম” বলতে বাধ্য করা হয়। সরকারি তথ্য অনুসারে, ২০২৫ সালে ৫০০-এর বেশি পরিযায়ী শ্রমিক হামলার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তঃরাজ্য সমন্বয় বাড়াতে হবে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মৃত্যুর এই ঘটনা সবাইকে সতর্ক করছে। ন্যায় না মিললে উত্তেজনা আরও বাড়তে পারে।
