অটো চালকের লাওয়ানি নাচ মন জয় করলো নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে কিছু ভিডিও হয় মানুষের প্রতিভা কেন্দ্রিক‌। মানুষের অন্তর্নিহিত বিভিন্ন প্রতিভার প্রকাশ ঘটে সেখানে। কারোর নৃত্য ক্ষেত্রে পারদর্শিতা আছে কারোর বা পারদর্শিতা আছে সঙ্গীত জগতে। কেউ আবার খুব ভালো আবৃত্তি করেন। কেউ আবার খুব ভালো মিমিক্রি করেন। এই সকল প্রতিভাগুলির টুকরো টুকরো নানা দৃশ্যই বিভিন্ন সময় ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর মানুষ তার অবসর বিনোদনের সময়ে এই ভিডিওগুলি দেখে আনন্দ অনুভব করেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি একটি নাচের ভিডিও। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন অটোচালক কি নিখুঁত ভাবে নাচের প্রত্যেকটা স্টেপ ফুটিয়ে তুলছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অটোচালক ওই ব্যক্তি লাওয়ানি নাচছেন। এটি আদতে একটি লোকনৃত্য হলেও প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের যাবতীয় রসদ সেখানে মজুদ রয়েছে। এটি আসলে মহারাষ্ট্রের একটি নাচ।

মহারাষ্ট্রের শিল্পীরা ধ্রুপদী শাড়ি নৌবরির সাজ, গা ভর্তি গয়না ও কপালে লাল টিপ পরে নিজেদের সাজিয়েই নাচ করেন। যদিও ভাইরাল ভিডিওর ওই ব্যক্তিকে লাল শার্ট আর ঘন নীল রঙের জিন্স পরেই লাওয়ানি নাচতে দেখা গিয়েছে। চার মিনিটের সেই ভিডিওটিতে
ঐ ব্যক্তি নাচের মধ্য দিয়েই ফুটিয়ে তুলেছেন নারীর লাস্যময়তা।

[aaroporuntag]
মহারাষ্ট্র ইনফরমেশন সেন্টারের ডেপুটি ডিরেক্টর দয়ানন্দ কাম্বলে এই ভিডিওটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তিনিই সেখানে অটোচালক ওই ব্যক্তির নাম, পেশা, বাসস্থানের কথাও উল্লেখ করেছিলেন। পুনের নিকটবর্তী বরামতীর বাসিন্দা ওই অটো ড্রাইভারের নাম বাবাজি কাম্বলে। বাবাজি কাম্বলের এই ভিডিও দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা,১২৫ হাজারেরও বেশি লাইক পেয়েছে এই ভিডিওটি।