ব্যস্ততার জীবন থেকে একটু সময় পেলেই মনের আনন্দে ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েন নীল সমুদ্র সৈকতের তীরে অথবা নিরিবিলি পাহাড়ের কোলে। বছরের প্রায় গোটা সময় জুড়েই তাই বাঙালির সাধের উত্তরবঙ্গ ও দিঘা বা পুরীতে ভিড় থাকে চোখে পড়ার মতো। আর এইসব স্থানে ভ্রমণে গেলে অধিকাংশ পর্যটকদের একমাত্র ভরসা হল রেল। ট্রেনের টিকিটের চাহিদাও তাই ভালোই থাকে।
তাই এই বছর পর্যটকদের সুবিধার্থে গরমের ছুটির কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ। দেশের একাধিক রুটে এই স্পেশাল ট্রেনগুলি চলবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। ইতিমধ্যেই রেলের তরফে স্পেশাল সাপ্তাহিক ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। তাই এবার নির্বিঘ্নে জগন্নাথ দেবকে দর্শন করার সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। বলা বাহুল্য, জগন্নাথ ধাম যাত্রার জন্য এখন আর আগের মতো মরশুম এর দরকার পড়েনা। সারা বছর জুড়েই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আর এই গ্রীষ্মের মরসুমে তা খানিক বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।
আরও পড়ুন: Cooch Behar Station: অপ্রয়োজনীয় ‘এইচ’ মুছে ফেলা হচ্ছে কোচবিহার স্টেশন বোর্ড থেকে!
‘লাইভ-হিন্দুস্তান’ নামক একটি পোর্টাল সূত্রে জানা গিয়েছে, রেলের তরফে এই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তথ্য বলছে, পুরী-পাটনা সামার স্পেশাল ট্রেন (08439) আগামী ৩রা মে থেকে ২৮শে জুন পর্যন্ত চলাচল করবে। পুরী স্টেশন থেকে এই ট্রেন শনিবার করে ছাড়বে। জানা গিয়েছে, ১৪:৫৫ মিনিটে সামার স্পেশাল এই ট্রেনটি পুরী স্টেশন থেকে ছাড়বে এবং আগামী দিন ১০:৪৫ মিনিটে তা পাটনা এসে থামবে।
অন্যদিকে ঠিক একইভাবে পাটনা পুরী সামার স্পেশাল ট্রেনও (08440) চলাচল করবে। যা আগামী ৪ঠা মে থেকে ২৯ জুন পর্যন্ত প্রতি রবিবার পাটনা থেকে চলাচল করবে। এই ট্রেনটি পাটনা থেকে 13.30 টায় রওনা দেবে গন্তব্যে ও আগামী দিন ৯ঃ৪৫ পুরী গিয়ে থামবে।
এই সুদীর্ঘ যাত্রাপথে দক্ষিণ-পূর্ব রেলওয়ের একাধিক জনপ্রিয় স্টেশন যেমন বালেশ্বর, খড়গপুর এবং আন্দুলে স্টপেজ দেবে।রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আপ এবং ডাউন লাইনে এই স্টপেজ দেওয়া হবে। এখন অবধি খবর ঘোরাফেরা করছে যে সামার স্পেশাল ট্রেনটিতে এই মুহূর্তে একাধিক আসন ফাঁকা পড়ে রয়েছে। তাই অপেক্ষা না করে ঝটপট টিকিট কেটে ফেলুন। তবে খড়্গপুর থেকে এই স্পেশাল ট্রেনটিতে উঠতে হবে। তাই যাত্রীদের একটু বাড়তি খাটনি ভোগ করতে হবে।