Railway News: পুরুষদের ট্রেন যাত্রা হবে সুখকর! মহিলা যাত্রী সংখ্যা খতিয়ে দেখবে রেল

দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল স্টেশন হল শিয়ালদহ। রোজ বহু যাত্রীর ভিড় জমে এই স্টেশন চত্বরে। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে লেডিস কামরার সংখ্যা বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। রেলের তরফে সমগ্র বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন এর ডিআরএম শিয়ালদা দীপক নিগম এর তরফে গোটা বিষয়টি সামনে এসেছে। তার তরফে স্পষ্ট করা হয়েছে, শিয়ালদা ডিভিশনে এমনিতে ১২ বগির ট্রেন চলাচল করে। আগে নির্দিষ্ট কিছু ট্রেন ৯ বগির ছিল। যার মধ্যে দুটি ছিল লেডিজ এবং অন্যগুলি জেনারেল।

ডিআরএম এর তরফে জানা গিয়েছে, প্রাপ্ত রেকর্ড থেকে জানা যায়, এই ট্রেনগুলিতে ২৫ শতাংশের অধিক মহিলা যাত্রী থাকেন। বর্তমানে ১২ কোচ বিশিষ্ট যে ট্রেনগুলি চলাচল করছে তাতে তিনটি লেডিস ও অন্যগুলি জেনারেল কামরা। বর্তমানে যে ট্রেনগুলি ৯টা থেকে ১২টা হয়েছে সেগুলিতে জেনারেল কামরার সংখ্যা বাড়ছে। অন্যদিকে মহিলা মহল থেকে দাবি উঠেছিলো যে তাদের জন্য কামরার সংখ্যা আরও বৃদ্ধি করা হোক। তিনি স্বীকার করেছেন কিছু প্রতিবাদ হতে দেখা যাচ্ছে।২৫ শতাংশের অধিক মহিলা যাতায়াত করেন ট্রেনগুলিতে। সেই হিসেবের উপর ভিত্তি করে লেডিস কামরা তৈরি হয়েছে।

আরও পড়ুন: IT Return: আয়কর রিটার্ন জমা থেকে টাকা ফেরত পাওয়া, কবে থেকে শুরু হতে চলেছে প্রক্রিয়া?

রেল যাত্রীদের সুরক্ষার কথাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে। প্রয়োজন পড়লে লেডিস স্পেশাল ট্রেনও চলাচল করবে বলে জানানো হয়েছে। তবে এরপর থেকে রেল মূল্যায়ন করে দেখবে যে কত সংখ্যক মহিলা যাত্রী আসলে যাতায়াত করছেন, কোনও ফাঁক ফোকর থাকছে কিনা তাও খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে সেই প্রাপ্ত হিসেবের ওপর গুরুত্ব আরোপ করে দুটি, তিনটি অথবা চারটি কামরাকে জেনারেল যাত্রীদের জন্য পরিবর্তনের চিন্তা করবে রেল। শিয়ালদা ডিভিশন আগে থেকেই জানিয়েছিল যে আগে ৯ কোচের ট্রেন ছিল।

বর্তমানে সেই ট্রেন ১২ কোচবিশিষ্ট হয়েছে। আগে দুটি করে মহিলা কামরা থাকত ইএমইউ লোকাল ট্রেনের দুই প্রান্তে। তবে মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে সেই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। শিয়ালদা বিভাগের সমস্ত ইএমইউ রেকে বাড়তি ১টি করে মহিলা কোচ সংযুক্ত করা হয়েছে। বিশেষত অফিস টাইমে মহিলা যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে ইদানিং কালে লোকাল ট্রেনে মহিলা কামরা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের পরেই পুরুষ যাত্রীদের তরফে আশোকনগর, বারাসত প্রভৃতি স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছিল। তাদের তরফে দাবি উঠেছিল, মহিলা কোচ সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ কোচের সংখ্যা কমে যাবে।

পূর্ব রেলের তরফে এই পরিস্থিতি সামাল দিতে এরপরই বিবৃতি জারি করে জানানো হয়, অফিস টাইমে মোট ২৫ শতাংশ মহিলা যাত্রী শিয়ালদা বিভাগে যাতায়াত করেন। মহিলা কামরাগুলিতে ভিড় আগের থেকে অনেকটাই কমেছে কোচ সংযোজন হওয়ার ফলে।রেল কর্তৃপক্ষ এর তরফে জানা গিয়েছে আদতে কত মহিলা যাত্রী যাতায়াত করেন এই ট্রেনগুলিতে তার হিসেবটা আবারও খতিয়ে দেখা হবে। তার উপর ভিত্তি করেই জেনারেল কামরায় যেসব যাত্রী যাতায়াত করেন তাদের জন্য সুখবর অপেক্ষা করতে পারে।